ETV Bharat / bharat

সীমান্তে পালটা জবাব ভারতের, নিহত পাকিস্তানের 3 জওয়ান - jammu

সীমান্তে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পালটা জবাব দিল ভারত। পাকিস্তানের দাবি, ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে তাদের 3 জওয়ান।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 2, 2019, 12:19 PM IST

দিল্লি, 2 এপ্রিল : পাকিস্তানের আক্রমণের কড়া জবাব দিল ভারত। পাকিস্তানের দাবি, সীমান্তে (LoC) ভারতীয় সেনার গুলিতে তাদের 3 জওয়ান নিহত হয়েছে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করেছে ভারত।

ভারতীয় সেনা বাহিনী সূত্রে খবর, প্রায়ই সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। ভারতীয় সেনা জওয়ানদের উপর হামলা চালানো হচ্ছে। গতরাতে পুঞ্চে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। জখম হন বেশ কয়েকজন।

সূত্রের খবর, এরপরই পালটা গুলি চালায় ভারতীয় সেনা। সীমান্তের ওপারে 3 জন পাকিস্তানের জওয়ান নিহত হয়। পাকিস্তানের তরফে তাদের 3জওয়ানের মৃত্যুর কথা বলা হলেও এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

দিল্লি, 2 এপ্রিল : পাকিস্তানের আক্রমণের কড়া জবাব দিল ভারত। পাকিস্তানের দাবি, সীমান্তে (LoC) ভারতীয় সেনার গুলিতে তাদের 3 জওয়ান নিহত হয়েছে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করেছে ভারত।

ভারতীয় সেনা বাহিনী সূত্রে খবর, প্রায়ই সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। ভারতীয় সেনা জওয়ানদের উপর হামলা চালানো হচ্ছে। গতরাতে পুঞ্চে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। জখম হন বেশ কয়েকজন।

সূত্রের খবর, এরপরই পালটা গুলি চালায় ভারতীয় সেনা। সীমান্তের ওপারে 3 জন পাকিস্তানের জওয়ান নিহত হয়। পাকিস্তানের তরফে তাদের 3জওয়ানের মৃত্যুর কথা বলা হলেও এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সেনা।


New Delhi, Mar 26 (ANI): Google Maps has a new feature in-the-making which will allow users to create public events with ease. Android Police spotted a new bit of documentation on the Google Maps Help site that hinted at a process to add a public event through the Android app. The feature is currently live but it is not available for everyone. The feature, called 'Add a public event' allows users to submit events similar to the public events being shown in Maps.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.