দিল্লি, 23 অগাস্ট : দাউদ ইব্রাহিম করাচিতে আছে । অবশেষে স্বীকার করল পাকিস্তান । ইমরান খানের প্রশাসন জানিয়েছে, হাফিজ় সইদ, মাসুদ আজ়হার ও দাউদ ইব্রাহিমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে । এই তিনজনসহ মোট 88 জনের তালিকা তৈরি করেছে পাকিস্তান ।
2018-র জুন মাসে জঙ্গিদের অবাধ বিচরণের জায়গা হিসেবে পাকিস্তানকে সতর্ক করেছিল প্যারিস ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স । 2019-এর শেষে পাকিস্তানকে এই বিষয়ে পদক্ষেপ করতে বলেছিল ওই সংস্থা । এরপর তা সময় অতিক্রম করে যায় । কোরোনা পরিস্থিতিতে বিষয়টি আরও পিছিয়ে যায় । 18 অগাস্ট পাকিস্তান সরকার দু'টি বিজ্ঞপ্তি জারি করে । সেখানে জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ় সইদ, জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহার এবং মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অভিযুক্ত তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়েছে । পাশাপাশি জামাত উদ দাওয়া, জইশ ই মহাম্মদ, তালিবান, ISIS, হক্কানি নেটওয়ার্ক, আল কায়দা এবং আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের কথা উল্লেখ করেছে পাকিস্তান প্রশাসন ।
ইসলামাবাদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে দাউদ ইব্রাহিমের ঠিকানা উল্লেখ রয়েছে । করাচির সৌদি মসজিদের কাছে ক্লিফটন এলাকায় হোয়াইট হাউজ় এবং আরও দু'টি ঠিকানা উল্লেখ করে কার্যত দাউদের উপস্থিতি স্বীকার করে নিয়েছে পাকিস্তান । 2018-র মুম্বইয়ে হামলা চালায় পাক জঙ্গিরা । হামলায় 160 জনের মৃত্যু হয় । সেই সময় সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত নিয়ে সারা বিশ্বে বিতর্কের ঝড় ওঠে । হাফিজ় সইদ ও অন্যান্যরা পাকিস্তানে বসে হামলার ছক কষেছিল । তার প্রমাণ দেয় দিল্লি । কিন্তু এই বিষয়টি কখনওই মানতে চায়নি পাক প্রশাসন । ওই ঘটনার পর 12 বছর কেটে গেলেও পাকিস্তান কোনওরকম পদক্ষেপ করেনি । তাই এবারে দাউদ ইব্রাহিমের অস্তিত্ব স্বীকার করা ইসলামাবাদের নতুন নাটক কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক মহল ।