ETV Bharat / bharat

কুপওয়ারায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় আচমকাই গোলাবর্ষণ পাক সেনার। পালটা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও।

pak-violates-ceasefire-on-loc-in-j-and-ks-kupwara
pak-violates-ceasefire-on-loc-in-j-and-ks-kupwara
author img

By

Published : Jun 24, 2020, 4:07 AM IST

Updated : Jun 24, 2020, 8:22 AM IST

শ্রীনগর, 24 জুন : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় আচমকা গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান৷ স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর, কুপওয়ারা জেলার মাচাল সেক্টর বরাবর গুলি ছোড়া হয়। সঙ্গে মর্টার ও শেলও ছুড়তে থাকে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও।

রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্ত বরাবর গোলাবর্ষণ করে তারা। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে শনিবার পাক সেনার গুলিতে জখম হন 3 জন। অপরদিকে, এই মাসেই রাজৌরি ও পুঞ্চ সেক্টরে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন 3 জন সেনা অফিসার।

গত একমাসে সীমান্তে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পরপর গোলাবর্ষণে সীমান্তে থাকা বাসিন্দারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শ্রীনগর, 24 জুন : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় আচমকা গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান৷ স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর, কুপওয়ারা জেলার মাচাল সেক্টর বরাবর গুলি ছোড়া হয়। সঙ্গে মর্টার ও শেলও ছুড়তে থাকে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও।

রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্ত বরাবর গোলাবর্ষণ করে তারা। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে শনিবার পাক সেনার গুলিতে জখম হন 3 জন। অপরদিকে, এই মাসেই রাজৌরি ও পুঞ্চ সেক্টরে পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন 3 জন সেনা অফিসার।

গত একমাসে সীমান্তে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পরপর গোলাবর্ষণে সীমান্তে থাকা বাসিন্দারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Last Updated : Jun 24, 2020, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.