শ্রীনগর, ১ মার্চ : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সীমান্তের একাধিক সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনা। সন্ধ্যা ৬ টা নাগাদ মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাঁটি ও পুঞ্চের বালাকোটে গুলি চালায় তারা।
এর আগে বিকেল ৪টা ১৫ নাগাদ রাজৌরির নৌসেরায় বিনা প্ররোচনায় মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনা। এছাড়াও উরির গহলান, কিকার, কাথি একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পালটা জবাব দেয় ভারতও।
এদিকে আজ সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। ২ জঙ্গি নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী।