ETV Bharat / bharat

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে একাধিক জায়গায় গুলি পাকিস্তানি সেনার - militant

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তের একাধিক সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনা।

সীমান্তের সেক্টর
author img

By

Published : Mar 1, 2019, 8:53 PM IST

শ্রীনগর, ১ মার্চ : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সীমান্তের একাধিক সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনা। সন্ধ্যা ৬ টা নাগাদ মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাঁটি ও পুঞ্চের বালাকোটে গুলি চালায় তারা।

এর আগে বিকেল ৪টা ১৫ নাগাদ রাজৌরির নৌসেরায় বিনা প্ররোচনায় মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনা। এছাড়াও উরির গহলান, কিকার, কাথি একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পালটা জবাব দেয় ভারতও।

এদিকে আজ সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। ২ জঙ্গি নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী।

শ্রীনগর, ১ মার্চ : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সীমান্তের একাধিক সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনা। সন্ধ্যা ৬ টা নাগাদ মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাঁটি ও পুঞ্চের বালাকোটে গুলি চালায় তারা।

এর আগে বিকেল ৪টা ১৫ নাগাদ রাজৌরির নৌসেরায় বিনা প্ররোচনায় মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনা। এছাড়াও উরির গহলান, কিকার, কাথি একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পালটা জবাব দেয় ভারতও।

এদিকে আজ সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। ২ জঙ্গি নিকেশ হয়েছে। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী।

New Delhi, March 1 (ANI): Bollywood actor Tabu, known for some stunning roles in films like 'Andhadhun', 'Haider, 'Drishyam', will be honoured at the Indian Film Festival of Los Angeles next month. The National Award winning actor will kick-start the 17th edition of the Indian Film Festival Los Angeles in April with critically acclaimed 'Andhadhun', which is helmed by Sriram Raghavan, reported Variety. The festival will start on April 11 and will go on till April 14 at the Regal L.A. Live: A Barco Innovation Centre in Los Angeles. It will open with a tribute to Tabu and a discussion along with a screening of her latest film. While Tabu's recently released 'Andhadhun' will be the opening film of the festival, other women filmmakers' work will also be shown at the event, with several feature, shots and documentaries -films will be featured in nine languages.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.