ETV Bharat / bharat

ভারতের অসামরিক বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ভারতের জন্য নিজেদের আকাশসীমা অবশেষে খুলে দিল পাকিস্তান । গতরাত 12 টা 41 মিনিট থেকে এই সিদ্ধান্ত বলবৎ হয়েছে ।

author img

By

Published : Jul 16, 2019, 9:57 AM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, 16 জুলাই : অবশেষে ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান । গতরাত 12 টা 41 মিনিট থেকে এই সিদ্ধান্ত বলবৎ হয়েছে । পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে ভারতের অসামরিক বিমানগুলি ফের পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে ।

চলতি বছরের 14 ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় জইশ-ই মহম্মদ । এর জবাবে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । তার পরদিন থেকেই (27 ফেব্রুয়ারি) পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারতের যাত্রীবাহী বিমানগুলির উড়ান নিষিদ্ধ হয় ।

এই সংক্রান্ত খবর : ভারত যুদ্ধবিমান সরাক, তবেই খুলবে আকাশসীমা: পাকিস্তান

গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির VVIP উড়ানের জন্য আকাশসীমা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছিল পাকিস্তান । যদিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই কিরঘিজ়স্তান পৌঁছান প্রধানমন্ত্রী । পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও । তবে, সম্প্রতি পাকিস্তানের অসামরিক বিমান সচিব শাহরুখ নুসরত সে দেশের সংসদীয় কমিটিকে জানায়, ভারত যদি তাদের সীমান্তের বায়ুসেনা ঘাঁটি থেকে বিমান সরিয়ে না নেয়, তাহলে পাকিস্তান আকাশসীমা খুলে দেবে না ।

এই সংক্রান্ত খবর : পুলওয়ামা হামলা : জম্মু ও কাশ্মীর যাচ্ছে NSG, NIA

তবে, শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান । সেদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে । বিজ্ঞপ্তি অনুয়ায়ী, গতরাত 12টা 41 মিনিট থেকেই খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা ।

এই সংক্রান্ত খবর : পাকিস্তানের সায়ে বেড়ে ওঠা জইশের নেপথ্য কাহিনি

দিল্লি, 16 জুলাই : অবশেষে ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান । গতরাত 12 টা 41 মিনিট থেকে এই সিদ্ধান্ত বলবৎ হয়েছে । পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে ভারতের অসামরিক বিমানগুলি ফের পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে ।

চলতি বছরের 14 ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় জইশ-ই মহম্মদ । এর জবাবে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । তার পরদিন থেকেই (27 ফেব্রুয়ারি) পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারতের যাত্রীবাহী বিমানগুলির উড়ান নিষিদ্ধ হয় ।

এই সংক্রান্ত খবর : ভারত যুদ্ধবিমান সরাক, তবেই খুলবে আকাশসীমা: পাকিস্তান

গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির VVIP উড়ানের জন্য আকাশসীমা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছিল পাকিস্তান । যদিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই কিরঘিজ়স্তান পৌঁছান প্রধানমন্ত্রী । পাক আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও । তবে, সম্প্রতি পাকিস্তানের অসামরিক বিমান সচিব শাহরুখ নুসরত সে দেশের সংসদীয় কমিটিকে জানায়, ভারত যদি তাদের সীমান্তের বায়ুসেনা ঘাঁটি থেকে বিমান সরিয়ে না নেয়, তাহলে পাকিস্তান আকাশসীমা খুলে দেবে না ।

এই সংক্রান্ত খবর : পুলওয়ামা হামলা : জম্মু ও কাশ্মীর যাচ্ছে NSG, NIA

তবে, শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান । সেদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে । বিজ্ঞপ্তি অনুয়ায়ী, গতরাত 12টা 41 মিনিট থেকেই খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা ।

এই সংক্রান্ত খবর : পাকিস্তানের সায়ে বেড়ে ওঠা জইশের নেপথ্য কাহিনি

Busan (South Korea), Jul 16 (ANI): Activists of Baloch Republican Party (BRP) organised a protest in Busan city of South Korea to highlight the grim issue of enforced disappearances in Pakistan's Balochistan province. They shouted slogans against Pakistan Army and spy agency ISI, for abductions, torture and killings of Baloch political activists and intellectuals. While addressing the gathering during the protest, BRP South Korea president, Ameer Baloch, said that not a single home was spared of abductions, every "house has a beloved missing person or someone killed by the Army."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.