ETV Bharat / bharat

পুলওয়ামার মতো হামলার আশঙ্কা, জইশ জঙ্গিদের ভারতে পাঠাচ্ছে পাকিস্তান !

ভারতে হামলার চালানোর বড়সড় পরিকল্পনা করছে পাকিস্তান । সীমান্তে ইতিমধ্যে 30টি লঞ্চপ্যাডও তৈরি করেছে তারা । সেখান থেকে জঙ্গি ঢোকানো হবে কারেন, গুরেজ় ও গুলমার্গে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 11, 2019, 9:37 PM IST

দিল্লি, 11 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু তুলতে গিয়ে কূটনৈতিকস্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান । চিন বাদে বাকি কোনও দেশই তাদের পাশে দাঁড়ায়নি । চিনও সেভাবে সাহায্য করে ভারতকে বিপাকে ফেলতে পারেনি । নরেন্দ্র মোদির আমলে কূটনৈতিকস্তরে ভারত যে কতটা মজবুত তা দেখা যাচ্ছে বারবার । তাই, বাধ্য হয়ে পুরোনো পন্থায় ফিরছে পাকিস্তান ! পুরোনো পন্থা অর্থাৎ সন্ত্রাসবাদ ।

গোয়েন্দা সূত্র খবর, ভারতে হামলার চালানোর বড়সড় পরিকল্পনা করছে পাকিস্তান । সীমান্তে ইতিমধ্যে 30টি লঞ্চপ্যাডও তৈরি করেছে তারা । সেখান থেকে জঙ্গি ঢোকানো হবে কারেন, গুরেজ় ও গুলমার্গে ।

গোয়েন্দা সূত্রর কথায়, "পাকিস্তান আর্মি ও ISI, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গিদের জন্য লঞ্চপ্যাড তৈরি করেছে । এমন কী, আফগানিস্তানের জঙ্গিদেরও LoC-র কাছে নিয়ে আসা হচ্ছে । 280-300 জন জঙ্গি তো হবেই ।"

পাকিস্তানের এই প্রচেষ্টা নতুন কিছু নয় । এর আগেও উরি, পুলওয়ামার মতো হামলা চালিয়েছে তারা । মনে করা হচ্ছে, এবারও সেই ধরনের হামলা চালানো হতে পারে ।

ভারতে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা । সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, "পাকিস্তান সমস্যা তৈরির চেষ্টা করছে । 230 জঙ্গিকে চিহ্নিত করা গেছে । কয়েকজন অনুপ্রবেশ করেছে । বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । আমরা কাশ্মীরিদের জীবনরক্ষায় সবথেকে বেশি সচেষ্ট ।"

দিল্লি, 11 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু তুলতে গিয়ে কূটনৈতিকস্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান । চিন বাদে বাকি কোনও দেশই তাদের পাশে দাঁড়ায়নি । চিনও সেভাবে সাহায্য করে ভারতকে বিপাকে ফেলতে পারেনি । নরেন্দ্র মোদির আমলে কূটনৈতিকস্তরে ভারত যে কতটা মজবুত তা দেখা যাচ্ছে বারবার । তাই, বাধ্য হয়ে পুরোনো পন্থায় ফিরছে পাকিস্তান ! পুরোনো পন্থা অর্থাৎ সন্ত্রাসবাদ ।

গোয়েন্দা সূত্র খবর, ভারতে হামলার চালানোর বড়সড় পরিকল্পনা করছে পাকিস্তান । সীমান্তে ইতিমধ্যে 30টি লঞ্চপ্যাডও তৈরি করেছে তারা । সেখান থেকে জঙ্গি ঢোকানো হবে কারেন, গুরেজ় ও গুলমার্গে ।

গোয়েন্দা সূত্রর কথায়, "পাকিস্তান আর্মি ও ISI, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গিদের জন্য লঞ্চপ্যাড তৈরি করেছে । এমন কী, আফগানিস্তানের জঙ্গিদেরও LoC-র কাছে নিয়ে আসা হচ্ছে । 280-300 জন জঙ্গি তো হবেই ।"

পাকিস্তানের এই প্রচেষ্টা নতুন কিছু নয় । এর আগেও উরি, পুলওয়ামার মতো হামলা চালিয়েছে তারা । মনে করা হচ্ছে, এবারও সেই ধরনের হামলা চালানো হতে পারে ।

ভারতে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা । সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, "পাকিস্তান সমস্যা তৈরির চেষ্টা করছে । 230 জঙ্গিকে চিহ্নিত করা গেছে । কয়েকজন অনুপ্রবেশ করেছে । বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । আমরা কাশ্মীরিদের জীবনরক্ষায় সবথেকে বেশি সচেষ্ট ।"

Thiruvananthapuram (Kerala), Sep 11 (ANI): Locals in Kerala are celebrating the festival of Onam with great enthusiasm which kicked off earlier this month. Keralites were seen enjoying traditional 'Onam Sadya' served on banana leaves. They indulged in mouth watering traditional feast usually containing around 24-28 different delicious dishes. The 10-10-day-long festival witnesses people engaging in activities including boat race, flower arrangement, tug of war and many more. The festival is celebrated to commemorate the Great King Mahabali, who according to the legends is said to visit Kerala on this of this auspicious occasion.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.