ETV Bharat / bharat

PM কেয়ার্সে 5 দিনে 3,076 কোটি, অনুদানকারীদের নাম প্রকাশের দাবি চিদম্বরমের - পি এম কেয়ার ফান্ড সংক্রান্ত অডিট রিপোর্ট

27 মার্চ থেকে 31 মার্চের মধ্যে PM কেয়ার তহবিলে জমা পড়েছে 3,076 কোটি টাকা ৷ এই সংক্রান্ত অডিট রিপোর্ট প্রকাশ্যে আনলেও, সামনে আনা হয়নি অনুদানকারীদের নাম ৷ যার বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

P Chidambaram demands to public the name of donors in PM Cares Fund
P Chidambaram demands to public the name of donors in PM Cares Fund
author img

By

Published : Sep 2, 2020, 5:25 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : কোরোনা মোকাবিলার জন্য তৈরি PM কেয়ার ফান্ডে পাঁচ দিনে জমা পড়েছে 3,076 কোটি টাকা ৷ কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত একটি অডিট বিবৃতি সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়েছে, 2020 অর্থবর্ষে মার্চের 27 থেকে 31 তারিখের মধ্যে এই পরিমাণ অনুদান জমা পড়েছে ৷ কিন্তু যাঁরা এই তহবিলে অনুদান দিয়েছেন তাঁদের নাম কেন প্রকাশ্যে আনা হয়নি ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশবাসী স্বেচ্ছায় যে অনুদান জমা করেছে তার পরিমাণ 3,075.85 কোটি টাকা এবং বিদেশ থেকে অনুদান এসেছে 39.67 লাখ টাকা ৷ 2.25 লাখ টাকা দিয়ে ফান্ডটি খোলা হয়েছিল ৷ প্রায় 35 লাখ টাকার সুদও জমা পড়েছে ৷ অডিট বিবৃতিটি PM কেয়ার ফান্ডের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে ৷ কিন্তু বিবৃতির সঙ্গে থাকা নোটটি প্রকাশ করা হয়নি ৷ যার অর্থ দেশ-বিদেশের কে বা কারা আর্থিক অনুদান দিয়েছেন সেটা স্পষ্ট করা হয়নি ৷ যার জেরে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা ৷

  • The auditors of PM CARES FUND have confirmed that the Fund received Rs 3076 crore in just 5 days between March 26 and 31, 2020.

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"যাঁরা অনুদান দিয়েছেন কেন তাঁদের নাম প্রকাশ্যে আনা হয়নি ?" টুইটারে প্রশ্ন তোলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ লেখেন, " অন্য সব NGO বা ট্রাস্টের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি অনুদান প্রদানকারীর নাম প্রকাশ করা বাধ্যতামূলক ৷ তাহলে কেন PM কেয়ার ফান্ডের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা মানা হবে না ? "

  • But the names of these generous donors will not be revealed. Why?

    Every other NGO or Trust is obliged to reveal the names of donors contributing more than a threshold amount. Why is the PM CARES FUND exempt from this obligation?

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে তিনি লেখেন, যিনি দান গ্রহণ করছেন তিনি পরিচিত। ট্রাস্টিদেরও সকলে চেনেন। তাহলে ট্রাস্টি কেন অনুদানকারীদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে ?"

  • The donee is known. The trustees of the donee are known. Why are the trustees afraid to reveal the names of the donors?

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মূলত দেশের কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্যই মার্চ মাসের শেষ দিকে PM কেয়ার ফান্ড গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সংক্রান্ত ট্রাস্টিতে চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাস্টি ছিলেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা ৷ গত মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই তহবিলের অধীনে যে টাকা জমা পড়েছে সেটা ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফান্ড (NDRF)-এ স্থানান্তরের প্রয়োজন নেই ৷ এই তহবিল "সম্পূর্ণ আলাদা" ৷ সরকার যদি প্রয়োজন বোধ করে তাহলে দুর্যোগ মোকাবিলা তহবিলে এই অর্থ স্থানান্তরিত করতে পারে ৷

দিল্লি, 2 সেপ্টেম্বর : কোরোনা মোকাবিলার জন্য তৈরি PM কেয়ার ফান্ডে পাঁচ দিনে জমা পড়েছে 3,076 কোটি টাকা ৷ কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত একটি অডিট বিবৃতি সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়েছে, 2020 অর্থবর্ষে মার্চের 27 থেকে 31 তারিখের মধ্যে এই পরিমাণ অনুদান জমা পড়েছে ৷ কিন্তু যাঁরা এই তহবিলে অনুদান দিয়েছেন তাঁদের নাম কেন প্রকাশ্যে আনা হয়নি ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশবাসী স্বেচ্ছায় যে অনুদান জমা করেছে তার পরিমাণ 3,075.85 কোটি টাকা এবং বিদেশ থেকে অনুদান এসেছে 39.67 লাখ টাকা ৷ 2.25 লাখ টাকা দিয়ে ফান্ডটি খোলা হয়েছিল ৷ প্রায় 35 লাখ টাকার সুদও জমা পড়েছে ৷ অডিট বিবৃতিটি PM কেয়ার ফান্ডের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে ৷ কিন্তু বিবৃতির সঙ্গে থাকা নোটটি প্রকাশ করা হয়নি ৷ যার অর্থ দেশ-বিদেশের কে বা কারা আর্থিক অনুদান দিয়েছেন সেটা স্পষ্ট করা হয়নি ৷ যার জেরে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা ৷

  • The auditors of PM CARES FUND have confirmed that the Fund received Rs 3076 crore in just 5 days between March 26 and 31, 2020.

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"যাঁরা অনুদান দিয়েছেন কেন তাঁদের নাম প্রকাশ্যে আনা হয়নি ?" টুইটারে প্রশ্ন তোলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ লেখেন, " অন্য সব NGO বা ট্রাস্টের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি অনুদান প্রদানকারীর নাম প্রকাশ করা বাধ্যতামূলক ৷ তাহলে কেন PM কেয়ার ফান্ডের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা মানা হবে না ? "

  • But the names of these generous donors will not be revealed. Why?

    Every other NGO or Trust is obliged to reveal the names of donors contributing more than a threshold amount. Why is the PM CARES FUND exempt from this obligation?

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও একটি টুইটে তিনি লেখেন, যিনি দান গ্রহণ করছেন তিনি পরিচিত। ট্রাস্টিদেরও সকলে চেনেন। তাহলে ট্রাস্টি কেন অনুদানকারীদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে ?"

  • The donee is known. The trustees of the donee are known. Why are the trustees afraid to reveal the names of the donors?

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মূলত দেশের কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্যই মার্চ মাসের শেষ দিকে PM কেয়ার ফান্ড গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সংক্রান্ত ট্রাস্টিতে চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাস্টি ছিলেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা ৷ গত মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই তহবিলের অধীনে যে টাকা জমা পড়েছে সেটা ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফান্ড (NDRF)-এ স্থানান্তরের প্রয়োজন নেই ৷ এই তহবিল "সম্পূর্ণ আলাদা" ৷ সরকার যদি প্রয়োজন বোধ করে তাহলে দুর্যোগ মোকাবিলা তহবিলে এই অর্থ স্থানান্তরিত করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.