ETV Bharat / bharat

লকডাউন আপডেট দেশ: আজ থেকে শুরু 200 স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন - লকডাউন আপডেট

lockdown
lockdown
author img

By

Published : Jun 1, 2020, 6:58 AM IST

Updated : Jun 1, 2020, 9:36 AM IST

09:29 June 01

দিল্লি, 1 জুন: লকডাউনের আজ 69 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যা 8392 ৷ মৃতের সংখ্যা 230 ৷ এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1,90,535 ৷ মৃতের সংখ্যা 53945 ৷ 

08:28 June 01

আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
  • ঘোষণামতো আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ৷ প্রথমদিনই 1.45 লাখের বেশি যাত্রীর সফর করার কথা রয়েছে ৷

07:41 June 01

আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার
আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার
  • আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার ৷

06:05 June 01

সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে
সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে
  • সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে ৷
  • সংক্রমণ বাড়তে থাকায় দিল্লি-নয়ডা বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসনের ৷
  • শুধুমাত্র হোম ডেলিভারির জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান এবং ডেয়ারি ৷ ফল এবং সবজি বিক্রেতাদেরও এলাকায় ব্যবসা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৷

09:29 June 01

দিল্লি, 1 জুন: লকডাউনের আজ 69 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যা 8392 ৷ মৃতের সংখ্যা 230 ৷ এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1,90,535 ৷ মৃতের সংখ্যা 53945 ৷ 

08:28 June 01

আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন
  • ঘোষণামতো আজ থেকে শুরু হল 200টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ৷ প্রথমদিনই 1.45 লাখের বেশি যাত্রীর সফর করার কথা রয়েছে ৷

07:41 June 01

আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার
আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার
  • আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা যানবাহন চলাচলের অনুমতি দিল হরিয়ানা সরকার ৷

06:05 June 01

সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে
সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে
  • সকাল থেকেই গাজিপুরের ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে দেখা গেল মানুষকে ৷
  • সংক্রমণ বাড়তে থাকায় দিল্লি-নয়ডা বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসনের ৷
  • শুধুমাত্র হোম ডেলিভারির জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান এবং ডেয়ারি ৷ ফল এবং সবজি বিক্রেতাদেরও এলাকায় ব্যবসা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৷
Last Updated : Jun 1, 2020, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.