ETV Bharat / bharat

টিকিটের চড়া দাম সত্ত্বেও উপত্যকা ছাড়লেন 6126 পর্যটক - JAMMU AND KASHMIR

আর আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম সত্ত্বেও 6126 জনকে জম্মু ও কাশ্মীর থেকে বের করা সম্ভব হয়েছে ।

টিকিটের চড়া দাম সত্ত্বেও উপত্যকা ছাড়লেন 6126 পর্যটক
author img

By

Published : Aug 3, 2019, 11:24 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট : নিরাপত্তার কারণে সরকার ইতিমিধ্যেই অমরনাথ যাত্রা বাতিল করেছে । আর আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম ও পর্যটকদের হুড়োহুড়ির মধ্যেই 6126 জনকে জম্মু ও কাশ্মীর থেকে বের করা সম্ভব হয়েছে । এদের মধ্যে 5829 জন 32টি বিভিন্ন ফ্লাইটে টিকিট কেটে বাড়ি ফিরেছেন । 387 জন কাশ্মীর ছেড়েছেন বিমানবাহিনীর বিশেষ বিমানে ।

এদিকে যাত্রা বাতিল হলেও অনেক পর্যটক এখনও আটকে শ্রীনগরে । পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে? আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের বিশাল ভিড় ছিল ৷ এসেছিলেন বিমানের টিকিট কাটতে ৷ কিন্তু, অনেককেই ফিরতে হয় খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ দেশের বিভিন্ন ট্রাভেল পোর্টাল শ্রীনগর থেকে দিল্লি বা মুম্বইয়ে ফেরার যে ভাড়া দেখাচ্ছে, তা দেখে যাত্রীদের চোখ কপালে উঠে গেছে । আজ শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছিল 15 হাজারের উপরে ৷ আবার, শ্রীনগর-মুম্বই যাওয়ার টিকিটের দাম নেওয়া হচ্ছিল 16 থেকে 17 হাজার টাকা । ফলে বিপাকে পড়েন যাত্রীরা ৷

দেশের যাত্রীবাহী বিমান পরিবহন পরিষেবা মন্ত্রকের অধিকর্তারা বিষয়টির উপর নজর রাখছেন । তাঁরা জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে । বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বেশি বিমান চালাতে ইচ্ছুক । তবে সরকারের পক্ষ থেকে বিমানের ভাড়া আকাশ ছোঁয়া না করতে বলা হয়েছে বিমান সংস্থাগুলিকে ।

শ্রীনগর, 3 অগাস্ট : নিরাপত্তার কারণে সরকার ইতিমিধ্যেই অমরনাথ যাত্রা বাতিল করেছে । আর আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম ও পর্যটকদের হুড়োহুড়ির মধ্যেই 6126 জনকে জম্মু ও কাশ্মীর থেকে বের করা সম্ভব হয়েছে । এদের মধ্যে 5829 জন 32টি বিভিন্ন ফ্লাইটে টিকিট কেটে বাড়ি ফিরেছেন । 387 জন কাশ্মীর ছেড়েছেন বিমানবাহিনীর বিশেষ বিমানে ।

এদিকে যাত্রা বাতিল হলেও অনেক পর্যটক এখনও আটকে শ্রীনগরে । পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে? আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের বিশাল ভিড় ছিল ৷ এসেছিলেন বিমানের টিকিট কাটতে ৷ কিন্তু, অনেককেই ফিরতে হয় খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ দেশের বিভিন্ন ট্রাভেল পোর্টাল শ্রীনগর থেকে দিল্লি বা মুম্বইয়ে ফেরার যে ভাড়া দেখাচ্ছে, তা দেখে যাত্রীদের চোখ কপালে উঠে গেছে । আজ শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছিল 15 হাজারের উপরে ৷ আবার, শ্রীনগর-মুম্বই যাওয়ার টিকিটের দাম নেওয়া হচ্ছিল 16 থেকে 17 হাজার টাকা । ফলে বিপাকে পড়েন যাত্রীরা ৷

দেশের যাত্রীবাহী বিমান পরিবহন পরিষেবা মন্ত্রকের অধিকর্তারা বিষয়টির উপর নজর রাখছেন । তাঁরা জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে । বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বেশি বিমান চালাতে ইচ্ছুক । তবে সরকারের পক্ষ থেকে বিমানের ভাড়া আকাশ ছোঁয়া না করতে বলা হয়েছে বিমান সংস্থাগুলিকে ।

Intro:দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্লাব মাঠে প্রতিযোগিতা মূলক ম্যাচ খেললেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে চলতি মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ আর্মি রেডের বিরুদ্ধে 2-0 গোলে জয় স্বস্তির। কিন্তু লাল হলুদ কোচ খুশি বিরক্ত। দলের প্রথম দিনের পারফরম্যান্স তাকে আপাত খুশি করলেও ইস্টবেঙ্গল মাঠ নিয়ে তার খচখচানি রয়ে গিয়েছে। কোচের বিরক্তি ক্লাবের মাঠ রক্ষনাবেক্ষন এর দায়িত্বে থাকা ব্যক্তিদের কাজ বাড়াবে।
দুপুর থেকে লেসলি ক্লডিয়াস সরনি লাল হলুদ জনতার দখলে। ক্লাবের প্রথম ম্যাচ দেখতে আগ্রহ ছিল তুঙ্গে। ডুরান্ড কমিটি ম্যাচ টিকিট মাঠ থেকে বিক্রির ব্যবস্থা করেনি। ফলে আতান্তরে লাল হলুদ সমর্থকরা।
আর্মি রেড দলটি নিতান্তই আনকোরা। ফলে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে দল নামাতে গিয়ে তারুন্য ও অভিঞ্জতা কে মিশিয়ে ছিলেন। বোরহা, কোলাডো লালরিনডিকা রালতে সামাদ আলি মল্লিক যেমন ছিলেন তেমনই অভিজিৎ সরকারের মত অভিষেক কারী ফুটবলারকে একাদশে রেখে ছিলেন। প্রথম ম্যাচের পরে বলা যায় একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার চলে আসলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।
আলেয়ান্দ্রো র দ্বিতীয় বছরে অনেক বেশি পাস নিজেদের মধ্যে খেলছে ইস্টবেঙ্গল মাঝমাঠ ও ডিফেন্ডার রা।কিন্তু আক্রমনভাগের ভেদ শক্তির অভাব গোল পাওয়ার জন্যে দলকে 79 মিনিট অবধি অপেক্ষা করিয়ে রাখল।
রেড আর্মি দলটি ধারে ভারে শক্তিশালী নয়। তাই বিরতির আগে তিনবার নিশ্চিত গোলের সামনে দুইবার পোস্ট ও প্রতিপক্ষ ডিফেন্ডার এর পা বাধা না হয়ে দাড়ালে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত। দ্বিতীয়ার্ধে অনেক বেশি গোছানো আলেয়ান্দ্রো দল। আশি মিনিটে আর্মি রেডের গোলরক্ষক বক্সের বাইরে বিদ্যাসাগর সিংকে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে দেন কোলাডো। ম্যাচের শেষ মুহুর্তে দলের দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিংয়ের।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে আলেয়ান্দ্রো মাঠ শক্ত বলে অভিযোগ করেছেন। তবে দলের প্রথম দিনের পারফরম্যান্স দেখে খুশি। ডুরান্ড তার কাছে প্রস্তুতি টুর্নামেন্ট। তার পাখির চোখ আই লিগ।


Body:ইস্ট


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.