ETV Bharat / bharat

ব্ল্যাক লিস্টেড 2250 তাবলিগি জামাত সদস্য ! - COVID 19 Update India

আগামী 10 বছর ভারতে প্রবেশ করতে পারবে না 2250 জন বিদেশি তাবলিগি জামাত সদস্য ।

Tablighi Jamaat
10 বছর ভারতে প্রবেশ করতে পারবে না 2250 তাবলিগি জামাত সদস্য
author img

By

Published : Jun 4, 2020, 6:10 PM IST

দিল্লি, 4 জুন : আড়াই হাজারেরও বেশি তাবলিগি জামাত সদস্যকে ব্ল্যাক লিস্টেড করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । মোট 2250 জন তাবলিগি জামাত সদস্যের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । আগামী 10 বছর ওই তাবলিগি জামাত সদস্যদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

চলতি বছরের মার্চে রাজধানীর নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিগি জামাতের এক জমায়েতে বিদেশ থেকে বহু মানুষ এসেছিলেন । এদের মধ্যে অনেকেই কোরোনা সংক্রমিত ছিলেন । নিজ়ামউদ্দিনের ওই ধর্মীয় জমায়েতের পরেই দেশের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের তরফেও এই সংক্রমণের হারের বৃদ্ধির কারণ হিসেবে দায়ি করা হয় তাবলিগি জামাতকে ।

ঘটনায় 34 টি দেশের প্রায় 900 জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে । অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, এপিডেমিক ডিজ়িজ় অ্যাক্ট, বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য সমতুল্য ধারায় মামলা রুজু করা হয়েছিল ।

প্রসঙ্গত, এপ্রিল মাসে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, দেশে সেই সময় পর্যন্ত যে সংখ্যক মানুষের শরীরে ভাইরাসের হদিস মিলেছিল, তার 30 শতাংশই হয়েছে নির্দিষ্ট একটি এলাকা থেকে । পাশাপাশি সংক্রমিতের সংখ্যা 4.1 দিনে দ্বিগুণ হয়ে উঠছিল । তাবলিগি জামাতের কারণে যে সংক্রমণের ঘটনাগুলি ঘটেছে, তা না ঘটলে সেই সময়ে 7.4 দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হত । নিজ়ামউদ্দিনের ওই ধর্মীয় জমায়েতের পর থেকেই নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে ।

দিল্লি, 4 জুন : আড়াই হাজারেরও বেশি তাবলিগি জামাত সদস্যকে ব্ল্যাক লিস্টেড করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । মোট 2250 জন তাবলিগি জামাত সদস্যের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । আগামী 10 বছর ওই তাবলিগি জামাত সদস্যদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

চলতি বছরের মার্চে রাজধানীর নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিগি জামাতের এক জমায়েতে বিদেশ থেকে বহু মানুষ এসেছিলেন । এদের মধ্যে অনেকেই কোরোনা সংক্রমিত ছিলেন । নিজ়ামউদ্দিনের ওই ধর্মীয় জমায়েতের পরেই দেশের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের তরফেও এই সংক্রমণের হারের বৃদ্ধির কারণ হিসেবে দায়ি করা হয় তাবলিগি জামাতকে ।

ঘটনায় 34 টি দেশের প্রায় 900 জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে । অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, এপিডেমিক ডিজ়িজ় অ্যাক্ট, বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য সমতুল্য ধারায় মামলা রুজু করা হয়েছিল ।

প্রসঙ্গত, এপ্রিল মাসে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, দেশে সেই সময় পর্যন্ত যে সংখ্যক মানুষের শরীরে ভাইরাসের হদিস মিলেছিল, তার 30 শতাংশই হয়েছে নির্দিষ্ট একটি এলাকা থেকে । পাশাপাশি সংক্রমিতের সংখ্যা 4.1 দিনে দ্বিগুণ হয়ে উঠছিল । তাবলিগি জামাতের কারণে যে সংক্রমণের ঘটনাগুলি ঘটেছে, তা না ঘটলে সেই সময়ে 7.4 দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হত । নিজ়ামউদ্দিনের ওই ধর্মীয় জমায়েতের পর থেকেই নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.