ETV Bharat / bharat

কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসতেই নিখোঁজ 2 হাজারেরও বেশি - Home Isolation

হায়দরাবাদে 2000-রও বেশি মানুষের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর থেকে তারা নিখোঁজ ৷ জানা গিয়েছে, তারা যে ফোন নম্বর ও বাড়ির ঠিকানা দিয়েছিলেন, সেগুলিও ভুল ৷

coronavirus
coronavirus
author img

By

Published : Jul 17, 2020, 5:58 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই : কোরোনা ধরা পড়ার পর রাতারাতি নিখোঁজ প্রায় দুই হাজার আক্রান্ত । হায়দরাবাদ প্রশাসন সূত্রে খবর, বিগত 10 দিনে দুই হাজারেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ বিভিন্ন হাসপাতাল ও সেন্টারে তাঁরা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট সামনে আসার পর দেখা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত । তখন তাঁদের দেওয়া ফোন নম্বর ও ঠিকানায় খোঁজ করলে দেখা যায়, সেগুলো ভুয়ো ।

GHMC সূত্রে জানা যায়, আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন কিট দেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে দেখা যায় ফোন নম্বরগুলি ভুল ৷ তাদের দেওয়া স্থায়ী বাড়ির ঠিকানাগুলির সঙ্গেও অস্থায়ী বাড়ির ঠিকানার কোনও মিল নেই ৷

GHMC-র অতিরিক্ত কমিশনার বাধাভাথ সন্তোষ জানান, প্রতিদিনই প্রায় 12 জনের অধিক রোগীর সঙ্গে যোগাযোগ করে আইসোলেশন কিট দিতে গিয়ে দেখা যাচ্ছে তাদের ফোন নম্বর বা বাড়ির ঠিকানা ভুল ৷ এই বিষয়ে GHMC-র কমিশনার লোকেশ কুমার বলেন, ‘‘যে সব রোগীরা হোম আইসোলেশনে রয়েছেন এবং আইসোলেশন কিট পাননি, তাঁরা নিজেরা এগিয়ে এসে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের এভাবে জনসমক্ষে ঘুরে বেড়ানোয় সংক্রমণ আরও বৃদ্ধি পাবে ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘আক্রান্ত রোগীদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখা গিয়েছে 10 জন আক্রান্ত ব্যক্তি একই ফোন নম্বর দিয়েছিলেন এবং তাও ভুল ৷’’

হায়দরাবাদ, 17 জুলাই : কোরোনা ধরা পড়ার পর রাতারাতি নিখোঁজ প্রায় দুই হাজার আক্রান্ত । হায়দরাবাদ প্রশাসন সূত্রে খবর, বিগত 10 দিনে দুই হাজারেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ বিভিন্ন হাসপাতাল ও সেন্টারে তাঁরা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট সামনে আসার পর দেখা যায়, তাঁরা কোরোনায় আক্রান্ত । তখন তাঁদের দেওয়া ফোন নম্বর ও ঠিকানায় খোঁজ করলে দেখা যায়, সেগুলো ভুয়ো ।

GHMC সূত্রে জানা যায়, আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন কিট দেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে দেখা যায় ফোন নম্বরগুলি ভুল ৷ তাদের দেওয়া স্থায়ী বাড়ির ঠিকানাগুলির সঙ্গেও অস্থায়ী বাড়ির ঠিকানার কোনও মিল নেই ৷

GHMC-র অতিরিক্ত কমিশনার বাধাভাথ সন্তোষ জানান, প্রতিদিনই প্রায় 12 জনের অধিক রোগীর সঙ্গে যোগাযোগ করে আইসোলেশন কিট দিতে গিয়ে দেখা যাচ্ছে তাদের ফোন নম্বর বা বাড়ির ঠিকানা ভুল ৷ এই বিষয়ে GHMC-র কমিশনার লোকেশ কুমার বলেন, ‘‘যে সব রোগীরা হোম আইসোলেশনে রয়েছেন এবং আইসোলেশন কিট পাননি, তাঁরা নিজেরা এগিয়ে এসে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের এভাবে জনসমক্ষে ঘুরে বেড়ানোয় সংক্রমণ আরও বৃদ্ধি পাবে ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘আক্রান্ত রোগীদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখা গিয়েছে 10 জন আক্রান্ত ব্যক্তি একই ফোন নম্বর দিয়েছিলেন এবং তাও ভুল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.