ETV Bharat / bharat

একই IMEI নম্বরে 13,500টি মোবাইল

চাঞ্চল্যকর তথ্য মেরঠ পুলিশের হাতে ৷ দেশে একই IMEI নম্বরে চলছে 13 হাজার 500টি ফোন ৷ অপরাধীরা এর সুযোগ নিতে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা৷

around 13,500 mobile phones in the country are running on the same IMEI
around 13,500 mobile phones in the country are running on the same IMEI
author img

By

Published : Jun 5, 2020, 4:48 PM IST

মেরঠ (উত্তরপ্রদেশ), 5 জুন : দেশজুড়ে একই IMEI নম্বরের প্রায় 13 হাজার 500টি মোবাইল ফোন চলছে ৷ এমনই তথ্য সামনে এল মেরঠ পুলিশের তদন্তে । পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন সংস্থা ও পরিষেবা প্রদানকারী কেন্দ্রের বিরদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে ৷

মেরঠের পুলিশ সুপার অখিলেশ এন সিং জানান, এক পুলিশ আধিকারিক নতুন ফোন নেন৷ নতুন ফোন ঠিক মতো কাজ করছিল না বলে সাইবার ক্রাইমের এক আধিকারিকের কাছে ঠিক করাতে দেন তিনি৷ এরপরই এই তথ্য সামনে আসে৷ তিনি জানান, দেশজুড়ে 13 হাজার 500টি মোবাইল ফোন একই IMEI নম্বরে চলছে৷ তার মধ্যে তাঁদের এক পুলিশ আধিকারিকের মোবাইলও রয়েছে বলে জানান তিনি৷ নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান তিনি৷

এপ্রসঙ্গে পুলিশ সুপার অখিলেশ সিং বলেন, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর অবহেলার কারণেই এমন হয়েছে৷ কিন্তু, অপরাধীরা এর সুযোগ নিতে পারে বলে সাবধান করেন তিনি৷ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান তিনি৷

মেরঠের ADG রাজীব সাবারওয়াল জানান, “সাইবার সেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷ মোবাইল ফোনের ক্ষেত্রে IMEI নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যদি একটির বেশি মোবাইল ফোনে IMEI নম্বর থাকে তাহলে সেই সংস্থার বিরুদ্ধে TRAI-এর নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগ ওঠে৷”

মেরঠ (উত্তরপ্রদেশ), 5 জুন : দেশজুড়ে একই IMEI নম্বরের প্রায় 13 হাজার 500টি মোবাইল ফোন চলছে ৷ এমনই তথ্য সামনে এল মেরঠ পুলিশের তদন্তে । পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন সংস্থা ও পরিষেবা প্রদানকারী কেন্দ্রের বিরদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে ৷

মেরঠের পুলিশ সুপার অখিলেশ এন সিং জানান, এক পুলিশ আধিকারিক নতুন ফোন নেন৷ নতুন ফোন ঠিক মতো কাজ করছিল না বলে সাইবার ক্রাইমের এক আধিকারিকের কাছে ঠিক করাতে দেন তিনি৷ এরপরই এই তথ্য সামনে আসে৷ তিনি জানান, দেশজুড়ে 13 হাজার 500টি মোবাইল ফোন একই IMEI নম্বরে চলছে৷ তার মধ্যে তাঁদের এক পুলিশ আধিকারিকের মোবাইলও রয়েছে বলে জানান তিনি৷ নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান তিনি৷

এপ্রসঙ্গে পুলিশ সুপার অখিলেশ সিং বলেন, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর অবহেলার কারণেই এমন হয়েছে৷ কিন্তু, অপরাধীরা এর সুযোগ নিতে পারে বলে সাবধান করেন তিনি৷ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান তিনি৷

মেরঠের ADG রাজীব সাবারওয়াল জানান, “সাইবার সেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷ মোবাইল ফোনের ক্ষেত্রে IMEI নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যদি একটির বেশি মোবাইল ফোনে IMEI নম্বর থাকে তাহলে সেই সংস্থার বিরুদ্ধে TRAI-এর নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগ ওঠে৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.