ETV Bharat / bharat

সবরকম চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম সেনা, অধীরকে জবাব রাজনাথের - অধীরকে জবাব রাজনাথের

"পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় । আর চিন পাকিস্তানকে আশ্রয় দেয় । চিন ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরে জাহাজ পাঠাতে শুরু করেছে । যখন পাকিস্তানের বিষয় আসে তখন আমরা আগ্রাসী হয়ে উঠি, তাহলে চিনের ক্ষেত্রে আমরা এত সহনশীল কেন ?" সংসদে প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরি ৷ তার জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

Rajnath
রাজনাথ
author img

By

Published : Dec 4, 2019, 7:47 PM IST

দিল্লি, 4 ডিসেম্বর :আজ সংসদে 'চিন আগ্রাসন' নিয়ে অধীর চৌধুরিকে জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । জানালেন, সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা ।

গতকাল আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 । চিনের নৌসেনার এই জাহাজকে ফেরত পাঠায় ভারতীয় নৌসেনা । ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানান, এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে থেকে জানাতে হয় । কিন্তু চিনা জাহাজটি বিনা অনুমতিতে ঢুকে পড়ায় তাকে ফেরত পাঠানো হয় ।

ভারতীয় জলসীমায় চিনা জাহাজের ঢুকে পড়ার বিষয়টি আজ সংসদে তোলে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি । তিনি বলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় । আর চিন পাকিস্তানকে আশ্রয় দেয় । চিন ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরে জাহাজ পাঠাতে শুরু করেছে । যখন পাকিস্তানের বিষয় আসে তখন আমরা আগ্রাসী হয়ে উঠি, তাহলে চিনের ক্ষেত্রে আমরা এত সহনশীল কেন ?"

সংসদেই অধীর চৌধুরির প্রশ্নের জবাব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেন, "দু-পক্ষই জানে কীভাবে পরিস্থিত সামলাতে হয় । তাছাড়া, দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে ভারত-চিন সীমান্তে রাস্তা, রেলপথ এবং আকাশপথে যোগাযোগের পরিকাঠামোর উন্নয়নে দ্রুত গতিতে কাজ চলছে । "

দিল্লি, 4 ডিসেম্বর :আজ সংসদে 'চিন আগ্রাসন' নিয়ে অধীর চৌধুরিকে জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । জানালেন, সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা ।

গতকাল আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 । চিনের নৌসেনার এই জাহাজকে ফেরত পাঠায় ভারতীয় নৌসেনা । ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানান, এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে থেকে জানাতে হয় । কিন্তু চিনা জাহাজটি বিনা অনুমতিতে ঢুকে পড়ায় তাকে ফেরত পাঠানো হয় ।

ভারতীয় জলসীমায় চিনা জাহাজের ঢুকে পড়ার বিষয়টি আজ সংসদে তোলে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি । তিনি বলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় । আর চিন পাকিস্তানকে আশ্রয় দেয় । চিন ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরে জাহাজ পাঠাতে শুরু করেছে । যখন পাকিস্তানের বিষয় আসে তখন আমরা আগ্রাসী হয়ে উঠি, তাহলে চিনের ক্ষেত্রে আমরা এত সহনশীল কেন ?"

সংসদেই অধীর চৌধুরির প্রশ্নের জবাব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেন, "দু-পক্ষই জানে কীভাবে পরিস্থিত সামলাতে হয় । তাছাড়া, দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে ভারত-চিন সীমান্তে রাস্তা, রেলপথ এবং আকাশপথে যোগাযোগের পরিকাঠামোর উন্নয়নে দ্রুত গতিতে কাজ চলছে । "

Kathmandu (Nepal), Dec 04 (ANI): India defeated Pakistan in the final of the South Asian Games (SAG) 2019 in Male Category of Volleyball, thus clinching a goal medal. In a thrilling final, India crushed Pakistan by 3-1 which soared the temperature of the covered hall of Dashrath Stadium high, with excitement rising after every set. India were beaten by Pakistan in the first game by 20-25. However, India made a brilliant comeback and won back-to-back two games by 25-15 and 25-1. In the next game as well, India maintained their form and won. After securing the victory over arch-rival Pakistan, Team India Male Volleyball Head Coach, G. E Sridharan, said they will prepare and will qualify in the Olympics. Team India, Women's will clash in final of Volleyball with host nation Nepal. India had defeated Nepal in the group stage but Nepali girls had given them a tough fight.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.