ETV Bharat / bharat

প্রবল তুষারপাতে অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে পৌঁছালেন জওয়ানরা, টুইটে প্রশংসা মোদির

প্রধানমন্ত্রী সেনা দিবসে একটি টুইটে লেখেন , "আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷"

modi
modi
author img

By

Published : Jan 15, 2020, 3:26 PM IST

শ্রীনগর, 15 জানুয়ারি : প্রবল তুষারপাতে অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা । এই কাজের প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিনার কর্পস ইন্ডিয়ার আর্মির টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার ভিডিয়োটি টুইট করা হয়েছিল । সেটি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়ে রিটুইট করেন প্রধান মন্ত্রী ।

প্রধানমন্ত্রী টুইটে লেখেন , "আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷"

  • Our Army is known for its valour and professionalism. It is also respected for its humanitarian spirit. Whenever people have needed help, our Army has risen to the occasion and done everything possible!

    Proud of our Army.

    I pray for the good health of Shamima and her child. https://t.co/Lvetnbe7fQ

    — Narendra Modi (@narendramodi) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি টুইট করে চিনার কর্পস ইন্ডিয়ান আর্মির টুইটর হ্যান্ডেল থেকে লেখা হয়, 'প্রবল তুষারপাতের মধ্যে এক অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে যায় ভারতীয় সেনা । 100 জন জওয়ান সেখানে ছিলেন । ছিলেন 30 জন স্থানীয় নাগরিক । তাঁদের হাসপাতালে পৌঁছাতে 4 ঘণ্টা সময় লাগে । শামিমা নামের মহিলাটির আপৎকালীন ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ছিল । সন্তানের জন্ম হয় হাসপাতালে ৷ শিশু ও শামিমা দুজনেই ভালো আছেন । '

শ্রীনগর, 15 জানুয়ারি : প্রবল তুষারপাতে অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা । এই কাজের প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিনার কর্পস ইন্ডিয়ার আর্মির টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার ভিডিয়োটি টুইট করা হয়েছিল । সেটি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়ে রিটুইট করেন প্রধান মন্ত্রী ।

প্রধানমন্ত্রী টুইটে লেখেন , "আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷"

  • Our Army is known for its valour and professionalism. It is also respected for its humanitarian spirit. Whenever people have needed help, our Army has risen to the occasion and done everything possible!

    Proud of our Army.

    I pray for the good health of Shamima and her child. https://t.co/Lvetnbe7fQ

    — Narendra Modi (@narendramodi) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি টুইট করে চিনার কর্পস ইন্ডিয়ান আর্মির টুইটর হ্যান্ডেল থেকে লেখা হয়, 'প্রবল তুষারপাতের মধ্যে এক অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে যায় ভারতীয় সেনা । 100 জন জওয়ান সেখানে ছিলেন । ছিলেন 30 জন স্থানীয় নাগরিক । তাঁদের হাসপাতালে পৌঁছাতে 4 ঘণ্টা সময় লাগে । শামিমা নামের মহিলাটির আপৎকালীন ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ছিল । সন্তানের জন্ম হয় হাসপাতালে ৷ শিশু ও শামিমা দুজনেই ভালো আছেন । '

Intro:Body:

IDuring heavy snowfall, an expecting mother Mrs Shamima was carried by 100 army jawans and 30 civilians in paloona village of north Kashmir's Baramulla district for hospitalization. The army carried the lady on shoulders for four hours on a stretcher . She delivered a baby in hospital. Serinagar based XV Corops shared the information on its official twitter handle.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.