ETV Bharat / bharat

আগামীকাল মধ্যরাত থেকে বাতিল অন্তর্দেশীয় বিমান পরিষেবা - COVID 19

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 5:00 PM IST

Updated : Mar 23, 2020, 11:43 PM IST

16:56 March 23

আগামীকাল মধ্যরাতের আগে সমস্ত যাত্রীবাহী বিমানগুলিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে ৷ সেই মতো সমস্ত বিমানকে নিজেদের উড়ানের সময় পরিবর্তিন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দিল্লি, 23 মার্চ : কোরোনা মোকাবিলায় এবার বাতিল করা হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ আগামীকাল মধ্যরাত থেকে তা কার্যকর হবে ৷ সমস্ত বাণিজ্যিক উড়ান সংস্থাকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তবে এই নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ রাখা হয়েছে পণ্যবাহী বিমানগুলিকে ৷ আগামীকাল মাঝরাতের আগেই সমস্ত বিমানকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

কেন্দ্রের তরফে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল মধ্যরাতের আগে সমস্ত যাত্রীবাহী বিমানগুলিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ৷ সেই মতো সমস্ত বিমানকে নিজেদের উড়ানের সময় পরিবর্তিন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যেই এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত চার'শো জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷ মৃত্যু হয়েছে আটজনের ৷

এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে সমস্ত বিমান অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এই একই দাবি রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও ৷ এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি ৷ তবে প্রাথমিকভাবে অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমান পরিষেবা নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানিয়েছিলেন যাত্রীবাহী উড়ান পরিষেবার ডিরেক্টর জেনারেল ৷ এরপরেই বুধবার থেকে সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷
 

16:56 March 23

আগামীকাল মধ্যরাতের আগে সমস্ত যাত্রীবাহী বিমানগুলিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে ৷ সেই মতো সমস্ত বিমানকে নিজেদের উড়ানের সময় পরিবর্তিন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দিল্লি, 23 মার্চ : কোরোনা মোকাবিলায় এবার বাতিল করা হল অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ আগামীকাল মধ্যরাত থেকে তা কার্যকর হবে ৷ সমস্ত বাণিজ্যিক উড়ান সংস্থাকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তবে এই নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ রাখা হয়েছে পণ্যবাহী বিমানগুলিকে ৷ আগামীকাল মাঝরাতের আগেই সমস্ত বিমানকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

কেন্দ্রের তরফে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল মধ্যরাতের আগে সমস্ত যাত্রীবাহী বিমানগুলিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য ৷ সেই মতো সমস্ত বিমানকে নিজেদের উড়ানের সময় পরিবর্তিন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইতিমধ্যেই এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত চার'শো জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷ মৃত্যু হয়েছে আটজনের ৷

এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে সমস্ত বিমান অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এই একই দাবি রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও ৷ এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি ৷ তবে প্রাথমিকভাবে অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমান পরিষেবা নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানিয়েছিলেন যাত্রীবাহী উড়ান পরিষেবার ডিরেক্টর জেনারেল ৷ এরপরেই বুধবার থেকে সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷
 

Last Updated : Mar 23, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.