দিল্লি, ১২ মার্চ : ১০০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এমন পাইলটরাই বোয়িং 737 Max চালাতে পারবেন বলে জানিয়েছে DGCA। ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার পর এই নির্দেশিকা জারি করল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)।
১০ মার্চ নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান। মৃত্যু হয় ১৫৭ জনের। ওই বিমানটি ছিল বোয়িং কম্পানির 737 Max মডেলের। এরপরই একাধিক দেশ বোয়িং 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রেখেছে। গতকাল 737 MAX মডেলের বিমান সম্পর্কে বোয়িং কম্পানির কাছ থেকে তথ্য চায় ভারত সরকারের DGCA। এরপরই তারা নতুন নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, যেসব পাইলটের ১০০০ ঘণ্টা ও কো-পাইলটের ৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই এই বিমানগুলি চালাতে পারবেন।
জেট এয়ারওয়েজ় ও স্পাইস জেটের কাছে এই মুহূর্তে বোয়িং 737 MAX মডেলের বিমান রয়েছে। স্পাইস জেটের তরফে জানানো হয়েছে, তাদের ১৩টি বোয়িং 737 MAX বিমান রয়েছে। অন্যদিকে, জেট এয়ারওয়েজ় জানিয়েছে, তাদের ওই মডেলের পাঁচটি বিমান রয়েছে তবে তারা সেগুলির উড়ান স্থগিত রেখেছে।
অন্যদিকে আজ সিঙ্গাপুর এয়ারলাইন্সও বোয়িং 737 MAX মডেলের আটটি বিমানের উড়ান স্থগিত রাখার কথা ঘোষণা করেছে।