দিল্লি, 2 ফেব্রুয়ারি: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত নন গেজ়েটেড পদে চাকরিপ্রার্থীদের এবার থেকে একবারই পরীক্ষা দিতে হবে ৷ এই নিয়মে পরীক্ষা হবে কেন্দ্রের অধীনস্থ ব্যাঙ্কগুলিতেও ৷ গতকালের কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
অর্থমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে বড় স্বস্তি দেশের যুব সম্প্রদায়ের জন্য ৷ বর্তমান নিয়মে কোনও একটি বিশেষ পদের জন্য একাধিক ধাপে পরীক্ষা দিতে হয় চাকরিপ্রার্থীদের ৷ শারীরিক সক্ষমতার পরীক্ষা ছাড়াও বেশ কয়েক দফায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আবেদনকারীদের ৷ নিয়োগপ্রক্রিয়ার জাঁতাকলে একপ্রকার আটকে থাকেন আবেদনকারীরা ৷ এবার এই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারের সমস্ত নন গেজ়েটেড পদ ও ব্যাঙ্কগুলিতে এবার থেকে নিয়োগ হবে কেবলমাত্র একটিই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে ৷
পাশাপাশি, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা হল পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছানো ৷ এখন বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষাই অনলাইনে নেওয়া হয় ৷ অনেক ক্ষেত্রে, আবেদনকারীরা যে জেলার বাসিন্দা, সেই জেলাতে কোনও অনলাইন পরীক্ষাকেন্দ্রই থাকে না ৷ ফলে দুর্ভোগে পড়তে হয় আবেদনকারীদের ৷ এবার এই সমস্যারও সমাধানসূত্র মিলতে চলেছে ৷ প্রত্যেক জেলাপিছু কমপক্ষে একটি করে অনলাইন পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন নির্মলা সীতারমন ৷
কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "এবার থেকে নন গেজ়েটেড পদের জন্য মাত্র একবারই পরীক্ষা দিতে হবে ৷" এর জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA) তৈরি করা হবে ৷ NRA-ই নন গেজ়েটেড পদের জন্য অনলাইনে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেবে ৷"
অর্থমন্ত্রী আরও জানান, বেশিরভাগ সময় এই পরীক্ষাগুলি চাকরিপ্রার্থীদের ওপর বোঝা হয়ে যায় ৷ পাশাপাশি, পরীক্ষা দিতে গিয়ে তাঁদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হয় ৷ তাই এই সমস্যা দূর করতেই এবার থেকে একাধিক লিখিত পরীক্ষার বদলে কেবলমাত্র একটিই লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার কথা ঘোষণা করেন তিনি ৷