ETV Bharat / bharat

মোদি 2.0 : একনজরে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত - অর্থনীতি

দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসার প্রথম বর্ষপূরণ করছে BJP সরকার ৷ 2019-এ বিপুল জয়ের পর যাত্রা শুরু হয় মোদি 2.0-র ৷ দলের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কতটা সফল হল নরেন্দ্র মোদি পরিচালিত সরকার ?

বর্ষপূর্তিতে ফিরে দেখা মোদি 2.0
বর্ষপূর্তিতে ফিরে দেখা মোদি 2.0
author img

By

Published : May 30, 2020, 1:37 PM IST

Updated : May 30, 2020, 3:38 PM IST

দিল্লি, 30 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি আজ ৷ 2019-এ বিপুল জয়ের পর BJP বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ৷ এর বিরুদ্ধ মতও রয়েছে ৷

দলের ইস্তাহারে করা প্রতিশ্রুতি পূরণে কতটা সফল মোদি সরকার ?

মোদির দ্বিতীয় ইনিংসে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও পদক্ষেপ-

  • 370 ধারা- 2019 সালের 5 অগাস্ট 370 ধারা বিলুপ্ত করা হয় যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিত ৷ এই ধারা বিলুপ্ত করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পরিণত করা হয় ৷
  • 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ - ক্ষমতায় আসার আগে BJP-র অন্যতম প্রতিশ্রুতি ছিল, 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে ৷ যদিও 2018 সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কৃষকদের আয়ের বৃদ্ধি 14 বছরে সর্বনিম্ন ছিল ৷ সরকারের দাবি, PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রথম কিস্তিতে 8.52 কোটির বেশি কৃষক 62,469 কোটি টাকা পেয়েছে ৷
  • ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা - BJP সরকার ঘোষণা করেছিল 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা হবে ৷ যদিও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF) ভারতের 2019-র অর্থনৈতিক বৃদ্ধির হার 6.1 থেকে কমিয়ে 4.8-এ নামার ইঙ্গিত দিয়ে জানায় যে, ভারতের অর্থনৈতিক গতি শ্লথ থাকবে ৷
  • আইনবিরোধী কার্যকলাপ (রোধ) আইন- আইনবিরোধী কার্যকলাপ (রোধ) সংশোধনী বিল, 2019 সালে সংসদে পাশ হয় ৷ এই আইনে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় ৷ এই আইনে কোনও সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত ব্যক্তির ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা যায় ৷
  • তিল তালাক- BJP সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, তিন তালাক বাতিল ৷ 2019 সালে পাশ হয় মুসলিম মহিলাদের (বিবাহর অধিকারের সংরক্ষণ) বিল ৷ এই আইনে তাৎক্ষণিক তালাক বাতিল করা হয় এবং তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় ৷
  • রাম মন্দির- নির্বাচনী প্রচারে BJP-র অন্যতম হাতিয়ার ছিল রাম মন্দির তৈরি ৷ বিতর্কিত রামমন্দির ইশুতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ৷ সেজন্য একটি ট্রাস্ট গঠনের নির্দেশও দেয় আদালত ৷
  • RTI আইন সংশোধন- সংসদে পাশ হয় তথ্যের অধিকার আইনের সংশোধনী বিল ৷ সংশোধিত আইনে মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের কার্যকালের মেয়াদ, বেতন, ভাতা ও অন্য বিষয়ে কেন্দ্রীয় সরকার চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় ৷

দিল্লি, 30 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি আজ ৷ 2019-এ বিপুল জয়ের পর BJP বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ৷ এর বিরুদ্ধ মতও রয়েছে ৷

দলের ইস্তাহারে করা প্রতিশ্রুতি পূরণে কতটা সফল মোদি সরকার ?

মোদির দ্বিতীয় ইনিংসে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও পদক্ষেপ-

  • 370 ধারা- 2019 সালের 5 অগাস্ট 370 ধারা বিলুপ্ত করা হয় যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিত ৷ এই ধারা বিলুপ্ত করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পরিণত করা হয় ৷
  • 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ - ক্ষমতায় আসার আগে BJP-র অন্যতম প্রতিশ্রুতি ছিল, 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে ৷ যদিও 2018 সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কৃষকদের আয়ের বৃদ্ধি 14 বছরে সর্বনিম্ন ছিল ৷ সরকারের দাবি, PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রথম কিস্তিতে 8.52 কোটির বেশি কৃষক 62,469 কোটি টাকা পেয়েছে ৷
  • ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা - BJP সরকার ঘোষণা করেছিল 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা হবে ৷ যদিও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF) ভারতের 2019-র অর্থনৈতিক বৃদ্ধির হার 6.1 থেকে কমিয়ে 4.8-এ নামার ইঙ্গিত দিয়ে জানায় যে, ভারতের অর্থনৈতিক গতি শ্লথ থাকবে ৷
  • আইনবিরোধী কার্যকলাপ (রোধ) আইন- আইনবিরোধী কার্যকলাপ (রোধ) সংশোধনী বিল, 2019 সালে সংসদে পাশ হয় ৷ এই আইনে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় ৷ এই আইনে কোনও সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত ব্যক্তির ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা যায় ৷
  • তিল তালাক- BJP সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, তিন তালাক বাতিল ৷ 2019 সালে পাশ হয় মুসলিম মহিলাদের (বিবাহর অধিকারের সংরক্ষণ) বিল ৷ এই আইনে তাৎক্ষণিক তালাক বাতিল করা হয় এবং তিন তালাক প্রথাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় ৷
  • রাম মন্দির- নির্বাচনী প্রচারে BJP-র অন্যতম হাতিয়ার ছিল রাম মন্দির তৈরি ৷ বিতর্কিত রামমন্দির ইশুতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ৷ সেজন্য একটি ট্রাস্ট গঠনের নির্দেশও দেয় আদালত ৷
  • RTI আইন সংশোধন- সংসদে পাশ হয় তথ্যের অধিকার আইনের সংশোধনী বিল ৷ সংশোধিত আইনে মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের কার্যকালের মেয়াদ, বেতন, ভাতা ও অন্য বিষয়ে কেন্দ্রীয় সরকার চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় ৷
Last Updated : May 30, 2020, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.