ETV Bharat / bharat

শোপিয়ানে গুলির লড়াই, নিকেশ 1 জঙ্গি - sopian

শোপিয়ানের বিভিন্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল । সেই সময়ই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে মৃত্যু হল এক জঙ্গির ।

ফাইল ফোটো
author img

By

Published : May 10, 2019, 9:23 AM IST

শোপিয়ান, 10 মে : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে মৃত্যু হল এক জঙ্গির । তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

শোপিয়ানের বিভিন্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল । সেই সময়ই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । মৃত্যু হয় এক জঙ্গির ।

আজ সকালে ওই জঙ্গির দেহ উদ্ধার হলেও পরিচয় জানা যায়নি ।

শোপিয়ান, 10 মে : নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে মৃত্যু হল এক জঙ্গির । তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

শোপিয়ানের বিভিন্ন এলাকায় রুটিন তল্লাশি চলছিল । সেই সময়ই নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । মৃত্যু হয় এক জঙ্গির ।

আজ সকালে ওই জঙ্গির দেহ উদ্ধার হলেও পরিচয় জানা যায়নি ।

Tirupati (Andhra Pradesh), May 10 (ANI): Mumbai Indians (MI) captain Rohit Sharma on Thursday offered prayers at the Venketeswara Temple in Tirumala ahead of the IPL final which is scheduled to be played on May 12. Kolkata Knight Riders captain Dinesh Karthik was also seen offering prayers at the temple. Contender against the MI will be decided in tomorrow's qualifier match that will be played between the Chennai Super Kings and Delhi Capitals.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.