ETV Bharat / bharat

সোপিয়ানে খতম 1 জঙ্গি, উদ্ধার অস্ত্র - terrorist eliminated in a joint operation in shopian

সোপিয়ানে সেনার গুলিতে খতম এক জঙ্গি । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 21, 2020, 7:51 AM IST

Updated : Jun 21, 2020, 8:21 AM IST

সোপিয়ান, 21 জুন : সোপিয়ানে সেনার অভিযানে মৃত্যু হল এক জঙ্গির । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র । অভিযান এখনও জারি রয়েছে ।

দু'দিন আগেই দক্ষিণ কাশ্মীরের পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালায় সেনা । সেই সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল আট জঙ্গি । পাম্পোরে তিনজন ও সোপিয়ানে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ।

পাম্পোর অভিযান চলাকালীন 18 জুন সেনার গুলিতে মারা যায় এক জঙ্গি । বাকি দু'জন স্থানীয় একটি মসজিদে লুকিয়ে ছিল । পর দিন সকালে অর্থাৎ 19 জুন জওয়ানরা টিয়ার গ্যাসের শেল ছোড়ে । খতম হয় ওই দু'জন । অন্যদিকে, সোপিয়ানে সেনার গুলিতে মৃত্যু হয় আরও 5 জঙ্গির ।

এর আগে 16 জুন কাশ্মীরের IG বিজয় কুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । এরপর এই সংখ্যাটা আরও বাড়ল ।

সোপিয়ান, 21 জুন : সোপিয়ানে সেনার অভিযানে মৃত্যু হল এক জঙ্গির । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র । অভিযান এখনও জারি রয়েছে ।

দু'দিন আগেই দক্ষিণ কাশ্মীরের পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালায় সেনা । সেই সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল আট জঙ্গি । পাম্পোরে তিনজন ও সোপিয়ানে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ।

পাম্পোর অভিযান চলাকালীন 18 জুন সেনার গুলিতে মারা যায় এক জঙ্গি । বাকি দু'জন স্থানীয় একটি মসজিদে লুকিয়ে ছিল । পর দিন সকালে অর্থাৎ 19 জুন জওয়ানরা টিয়ার গ্যাসের শেল ছোড়ে । খতম হয় ওই দু'জন । অন্যদিকে, সোপিয়ানে সেনার গুলিতে মৃত্যু হয় আরও 5 জঙ্গির ।

এর আগে 16 জুন কাশ্মীরের IG বিজয় কুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । এরপর এই সংখ্যাটা আরও বাড়ল ।

Last Updated : Jun 21, 2020, 8:21 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.