ETV Bharat / bharat

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ জওয়ান

জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সংঘর্ষ বিরতিলঙ্ঘন করে পাকিস্তান সে সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসা গোলার আঘাতে শহিদ জওয়ান ৷

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ জওয়ান
author img

By

Published : Jul 27, 2019, 7:59 PM IST

কুপওয়াড়া, 27 জুলাই : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গোলা বর্ষণ পাকিস্তানের । শহিদ এক জওয়ান ৷ আজ জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সংঘর্ষ বিরতিলঙ্ঘন করে পাকিস্তান ৷ পালটা জবাব দিতে বাধ্য হয় ভারতীয় সেনাও ৷

দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । সে সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসা গোলার আঘাতে মৃত্যু হয় রাষ্ট্রীয় রাইফেলসের ল্যান্সনায়েক রাজেন্দ্র সিংয়ের ।

কুপওয়ারা জেলার মাচিল সেক্টর বরাবর পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ৷ ভারতের সীমানা লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করে সকাল থেকেই ৷ গুরুতর জখম হন ল্যান্সনায়েক রাজেন্দ্র ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর ৷ যদিও সেনার তরফে কোনও বিবৃতি মেলেনি এখনও ৷

কুপওয়াড়া, 27 জুলাই : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের গোলা বর্ষণ পাকিস্তানের । শহিদ এক জওয়ান ৷ আজ জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সংঘর্ষ বিরতিলঙ্ঘন করে পাকিস্তান ৷ পালটা জবাব দিতে বাধ্য হয় ভারতীয় সেনাও ৷

দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় । সে সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসা গোলার আঘাতে মৃত্যু হয় রাষ্ট্রীয় রাইফেলসের ল্যান্সনায়েক রাজেন্দ্র সিংয়ের ।

কুপওয়ারা জেলার মাচিল সেক্টর বরাবর পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ৷ ভারতের সীমানা লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করে সকাল থেকেই ৷ গুরুতর জখম হন ল্যান্সনায়েক রাজেন্দ্র ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর ৷ যদিও সেনার তরফে কোনও বিবৃতি মেলেনি এখনও ৷

Intro:شوپیان انکاونٹر دو عسکریت پسند ہلاک۔


Body:ریاست جموں و کشمیر کے ضلع شوپیان میں فورسز اور عسکریت پسندوں کے بیچ انکاونٹر میں دو عسکریت پسند ہلاک ہوئے ہیں۔تفصیلات کے مطابق فورسز اہلکاروں نے جمعہ کی شام قصبہ شوپیان کے بنہ بازار علاقے کو محاصرے میں لے کر تلاشی کارروائیاں شروع کردی۔جو کہی گھنٹوں تک جاری رہی صبع کے قریب 8 بجے فورسز اور عسکریت پسندوں کے بیچ تصادم آرائی شروع ہوئی جس میں دو عسکریت پسند ہلاک ہوئے ہیں۔
تاہم مارے گئے عسکریت پسندوں کی شناخت ابھی نہیں ہوئ ہے


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.