ETV Bharat / state

কালীপুজো পর্যন্ত সস্তায় মদ ! পুজোয় শুধু কলকাতাতেই 148 কোটির রেকর্ড বিক্রি

পুজোর কয়েকদিন শহর কলকাতাতেই শুধু 148 কোটির রেকর্ড মদ বিক্রি হয়েছে ৷ পাশপাশি কালীপুজো পর্যন্ত আগের দামেই মিলবে মদ।

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

LIQUOR PRICE IN WEST BENGAL
148 কোটির রেকর্ড মদ বিক্রি (প্রতীকী ছবি)

কলকাতা, 18 অক্টোবর: গতবছর দুর্গাপুজোর কয়েকদিনে রাজ্যে রেকর্ড বিক্রি হয়েছিল মদ। এবার সেই বিক্রিকেও ছাপিয়ে গেল। তাও খুব সামান্য নয়, গত বছরের তুলনায় চলতি বছর মদ বিক্রি বেড়েছে 20 শতাংশ। সবমিলিয়ে 148 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অন্যদিকে, কালীপুজো পর্যন্ত বাড়ছে না মদের দাম ৷

অগস্ট মাসের মাঝামাঝি রাজ্যে মদের দাম বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছিল আবগারি দফতর। সেইমতো মূল্য বৃদ্ধিও হয়। কিন্তু পুজোর আগে আবগারি দফতরের তরফে জানানো হয়, স্টক ক্লিয়ার না হওয়ায়, পূর্ব নির্ধারিত দামেই উৎসব মরশুমে মদ পাওয়া যাবে। সুরা প্রেমীদের কাছে এটা অবশ্যই সুখবর ৷

পাশাপাশি মদ বিক্রি করে প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়েছে রাজ্য সরকারের। আবগারি দফতরের দেওয়া তথ্য বলছে, 2023 সালের তুলনায় এবার 20 শতাংশ মদের বিক্রি বেড়েছে ৷ সামগ্রিকভাবে সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহের কাজ করছে দফতর। এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তাতে গ্রেটার কলকাতাতেই রেকর্ড আয় হয়েছে ৷

2024 সালের 5 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। ওই সময়ে বৃহত্তর কলকাতা শহরেই শুধু মদ বিক্রি হয়েছে 148 কোটি টাকার। আবগারি দফতরের তথ্য বলছে, এই মুহূর্তে আবগারি নীতি অনুযায়ী বৃহত্তর কলকাতায় চারটি জেলায় বিভক্ত কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, আলিপুর, এবং বিধাননগর।

এবার পুজোয় সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে আলিপুর জেলায়। যেখানে মাসে প্রায় 90 কোটি টাকার মদ বিক্রি হয় সাধারণ সময়, পুজোর এই কয়েক দিনে, শুধু আলিপুরেই বিক্রি হয়েছে মদ 45 কোটি টাকার। মদ বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর কলকাতা ৷ সেখানে দুর্গাপুজোর ক'দিনে 38 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এখানেও অন্যান্য মাসে গড়ে 90 কোটি টাকার মদ বিক্রি হয়। দক্ষিণ কলকাতায় শুধু পুজোর কয়েকদিন মদ বিক্রি হয়েছে 35 কোটি টাকার। এখানে মাসিক গড় বিক্রি 75 কোটি টাকা। বিধাননগরে বিক্রি হয়েছে 30 কোটি টাকার মদ। অন্যান্য সময়ে মাসে বিধাননগরে 60 কোটি টাকার মদ বিক্রি হয়।

তথ্য বলছে, সমস্ত জেলা ধরলে মাসে গড়ে প্রায় 1700 কোটি টাকার মদ বিক্রি হয় রাজ্যে। সেখানে এই বৃহত্তর কলকাতায় মদ বিক্রি হয় 300 কোটি টাকার মতো। প্রসঙ্গত, গত বছর 2023 সালে পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে গোটা রাজ্য থেকে প্রায় 620 কোটি টাকা আয় করেছিল। নবমীতে মদ বিক্রি হয়েছিল প্রায় 200 কোটি টাকা। সপ্তমীতে মদ বিক্রি হয়েছিল 150 কোটি টাকা।

আবগারি দফতরের আধিকারিকেরা মনে করছেন, এবার গত বছরের নজির ভেঙে দিয়ে এই পরিমাণ প্রায় আড়াই গুণের বৃদ্ধি পাবে মদ বিক্রির আয়। রাজ্যের সব জায়গা থেকে মদ বিক্রির তথ্য পাওয়ার পর আবগারি দফতরের আয়ের পরিমাণ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। তার আগে জানা গেল শুধু কলকাতায় বিক্রি হয়েছে 148 কোটি টাকার মদ।

কলকাতা, 18 অক্টোবর: গতবছর দুর্গাপুজোর কয়েকদিনে রাজ্যে রেকর্ড বিক্রি হয়েছিল মদ। এবার সেই বিক্রিকেও ছাপিয়ে গেল। তাও খুব সামান্য নয়, গত বছরের তুলনায় চলতি বছর মদ বিক্রি বেড়েছে 20 শতাংশ। সবমিলিয়ে 148 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অন্যদিকে, কালীপুজো পর্যন্ত বাড়ছে না মদের দাম ৷

অগস্ট মাসের মাঝামাঝি রাজ্যে মদের দাম বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছিল আবগারি দফতর। সেইমতো মূল্য বৃদ্ধিও হয়। কিন্তু পুজোর আগে আবগারি দফতরের তরফে জানানো হয়, স্টক ক্লিয়ার না হওয়ায়, পূর্ব নির্ধারিত দামেই উৎসব মরশুমে মদ পাওয়া যাবে। সুরা প্রেমীদের কাছে এটা অবশ্যই সুখবর ৷

পাশাপাশি মদ বিক্রি করে প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়েছে রাজ্য সরকারের। আবগারি দফতরের দেওয়া তথ্য বলছে, 2023 সালের তুলনায় এবার 20 শতাংশ মদের বিক্রি বেড়েছে ৷ সামগ্রিকভাবে সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহের কাজ করছে দফতর। এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তাতে গ্রেটার কলকাতাতেই রেকর্ড আয় হয়েছে ৷

2024 সালের 5 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। ওই সময়ে বৃহত্তর কলকাতা শহরেই শুধু মদ বিক্রি হয়েছে 148 কোটি টাকার। আবগারি দফতরের তথ্য বলছে, এই মুহূর্তে আবগারি নীতি অনুযায়ী বৃহত্তর কলকাতায় চারটি জেলায় বিভক্ত কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, আলিপুর, এবং বিধাননগর।

এবার পুজোয় সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে আলিপুর জেলায়। যেখানে মাসে প্রায় 90 কোটি টাকার মদ বিক্রি হয় সাধারণ সময়, পুজোর এই কয়েক দিনে, শুধু আলিপুরেই বিক্রি হয়েছে মদ 45 কোটি টাকার। মদ বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর কলকাতা ৷ সেখানে দুর্গাপুজোর ক'দিনে 38 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এখানেও অন্যান্য মাসে গড়ে 90 কোটি টাকার মদ বিক্রি হয়। দক্ষিণ কলকাতায় শুধু পুজোর কয়েকদিন মদ বিক্রি হয়েছে 35 কোটি টাকার। এখানে মাসিক গড় বিক্রি 75 কোটি টাকা। বিধাননগরে বিক্রি হয়েছে 30 কোটি টাকার মদ। অন্যান্য সময়ে মাসে বিধাননগরে 60 কোটি টাকার মদ বিক্রি হয়।

তথ্য বলছে, সমস্ত জেলা ধরলে মাসে গড়ে প্রায় 1700 কোটি টাকার মদ বিক্রি হয় রাজ্যে। সেখানে এই বৃহত্তর কলকাতায় মদ বিক্রি হয় 300 কোটি টাকার মতো। প্রসঙ্গত, গত বছর 2023 সালে পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে গোটা রাজ্য থেকে প্রায় 620 কোটি টাকা আয় করেছিল। নবমীতে মদ বিক্রি হয়েছিল প্রায় 200 কোটি টাকা। সপ্তমীতে মদ বিক্রি হয়েছিল 150 কোটি টাকা।

আবগারি দফতরের আধিকারিকেরা মনে করছেন, এবার গত বছরের নজির ভেঙে দিয়ে এই পরিমাণ প্রায় আড়াই গুণের বৃদ্ধি পাবে মদ বিক্রির আয়। রাজ্যের সব জায়গা থেকে মদ বিক্রির তথ্য পাওয়ার পর আবগারি দফতরের আয়ের পরিমাণ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। তার আগে জানা গেল শুধু কলকাতায় বিক্রি হয়েছে 148 কোটি টাকার মদ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.