ETV Bharat / bharat

ফাঁসি এড়াতে ফের পিটিশন, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ নির্ভয়ার দোষী

গণধর্ষণের ঘটনাটি যে সময়ে ঘটেছিল সেই সময়ে দিল্লিতে ছিল না মুকেশ ৷ এই দাবি নিয়েই আগেই আবেদন করেছিল সে ৷ সেই দাবি নাকচ করে দিয়েছিল আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের দিল্লি হাইকোর্টে নির্ভয়ার দোষী ৷

Nirbhaya
মুকেশ সিং
author img

By

Published : Mar 18, 2020, 1:50 PM IST

দিল্লি, 18 মার্চ : এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ নির্ভয়া গণধর্ষণে অন্যতম দোষী মুকেশ সিং ৷ গণধর্ষণের ঘটনাটি যে সময়ে ঘটেছিল সেই সময়ে দিল্লিতে ছিল না মুকেশ ৷ এই দাবি নিয়েই আগেই আবেদন করেছিল সে ৷ সেই দাবি নাকচ করে দিয়েছিল আদালত ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মুকেশ ৷

আদালতের শেষ নির্দেশ অনুযায়ী, 20 মার্চ ভোরে ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছিল নির্ভয়ার দোষীদের । কিন্তু 16 মার্চ মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশের দাবি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার তিন দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা । এবার গণধর্ষণের সময়ে দিল্লিতে ছিল না, সেই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল অন্য এক দোষী মুকেশ সিং ৷

  • 2012 Delhi gang-rape case: One of the death row convicts, Mukesh moves Delhi High Court challenging trial court order dismissing his plea seeking quashing of death penalty claiming that he was not in Delhi when the gang-rape took place. pic.twitter.com/rwPm1XFLu4

    — ANI (@ANI) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি হাইকোর্টে জমা দেওয়া ওই পিটিশনে বলা হয়েছে, বিচারের সময়ে গুরুত্বপূর্ণ নথি গোপন করা হয়েছে ৷ আসল অভিযুক্তদের বদলে মুকেশের নাম ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করা হয় ওই পিটিশনে ৷

প্রসঙ্গত, 16 মার্চ মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার জন্য আবারও নতুন করে কিউরেটিভ পিটিশন করার আবেদন করেছিল মুকেশ সিং । কিন্তু তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, আর কোনও পথ খোলা নেই তার কাছে । কিন্তু এরপর আজ ফের নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷

দিল্লি, 18 মার্চ : এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ নির্ভয়া গণধর্ষণে অন্যতম দোষী মুকেশ সিং ৷ গণধর্ষণের ঘটনাটি যে সময়ে ঘটেছিল সেই সময়ে দিল্লিতে ছিল না মুকেশ ৷ এই দাবি নিয়েই আগেই আবেদন করেছিল সে ৷ সেই দাবি নাকচ করে দিয়েছিল আদালত ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল মুকেশ ৷

আদালতের শেষ নির্দেশ অনুযায়ী, 20 মার্চ ভোরে ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছিল নির্ভয়ার দোষীদের । কিন্তু 16 মার্চ মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশের দাবি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার তিন দোষী অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা । এবার গণধর্ষণের সময়ে দিল্লিতে ছিল না, সেই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল অন্য এক দোষী মুকেশ সিং ৷

  • 2012 Delhi gang-rape case: One of the death row convicts, Mukesh moves Delhi High Court challenging trial court order dismissing his plea seeking quashing of death penalty claiming that he was not in Delhi when the gang-rape took place. pic.twitter.com/rwPm1XFLu4

    — ANI (@ANI) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি হাইকোর্টে জমা দেওয়া ওই পিটিশনে বলা হয়েছে, বিচারের সময়ে গুরুত্বপূর্ণ নথি গোপন করা হয়েছে ৷ আসল অভিযুক্তদের বদলে মুকেশের নাম ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করা হয় ওই পিটিশনে ৷

প্রসঙ্গত, 16 মার্চ মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার জন্য আবারও নতুন করে কিউরেটিভ পিটিশন করার আবেদন করেছিল মুকেশ সিং । কিন্তু তা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, আর কোনও পথ খোলা নেই তার কাছে । কিন্তু এরপর আজ ফের নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.