আসুনসিয়ন (প্যারাগুয়ে), ৭ মার্চ : "আমাদের এক প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, অর্থের জোগান দেয় এবং প্রশিক্ষণ দেওয়ার কাজও করে। তারা বারবার জনগণকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়া বন্ধ করে না।" গতকাল প্যারাগুয়েতে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
তিনি বলেন, "আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বলতেন, বন্ধুকে পরিবর্তন করা যায় কিন্তু তুমি তোমার প্রতিবেশীর কোনও পরিবর্তন করতে পারবে না। এটা মাথায় রেখেই আমরা সর্বতোভাবে চেষ্টা করছি।"
সন্ত্রাসবাদকে মানবতার শত্রু বলেন তিনি। বলেন, "এর কোনও ধর্ম নেই। এটি উন্মত্ত এবং খারাপ। এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলা উচিত। এটা তখনই সম্ভব যখন আন্তর্জাতিক গোষ্ঠী একত্রিত হবে।"
উপরাষ্ট্রপতি আরও বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আমাদের কোনও সাহায্যের দরকার নেই। আমরা সমর্থ। সম্প্রতি আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। পুলওয়ামায় ৪০ CRPF জওয়ান শহিদ হওয়ার পর জবাব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেনাকে আক্রমণ করেনি। একজন নাগরিকেরও ক্ষতি করেনি। শুধুমাত্র নিজেদের লক্ষ্য পূরণ করেছে।"
গতকাল প্যারাগুয়ের প্রেসিডেন্ট এইচ ই মারিও আবদো বেনিতেজ়, ভাইস প্রেসিডেন্ট এইচ ই ভেলাকুয়েজ় এবং ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট (সেনেট) এইচ ই সিলভিও ওভেলারের সঙ্গে দেখা করেন।