ETV Bharat / bharat

আমাদের এক প্রতিবেশী সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে : বেঙ্কাইয়া নাইডু - pulwama

আমাদের এক প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। গতকাল প্যারাগুয়েতে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

বেঙ্কাইয়া নাইডু
author img

By

Published : Mar 7, 2019, 9:29 AM IST

আসুনসিয়ন (প্যারাগুয়ে), ৭ মার্চ : "আমাদের এক প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, অর্থের জোগান দেয় এবং প্রশিক্ষণ দেওয়ার কাজও করে। তারা বারবার জনগণকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়া বন্ধ করে না।" গতকাল প্যারাগুয়েতে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

তিনি বলেন, "আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বলতেন, বন্ধুকে পরিবর্তন করা যায় কিন্তু তুমি তোমার প্রতিবেশীর কোনও পরিবর্তন করতে পারবে না। এটা মাথায় রেখেই আমরা সর্বতোভাবে চেষ্টা করছি।"

সন্ত্রাসবাদকে মানবতার শত্রু বলেন তিনি। বলেন, "এর কোনও ধর্ম নেই। এটি উন্মত্ত এবং খারাপ। এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলা উচিত। এটা তখনই সম্ভব যখন আন্তর্জাতিক গোষ্ঠী একত্রিত হবে।"

উপরাষ্ট্রপতি আরও বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আমাদের কোনও সাহায্যের দরকার নেই। আমরা সমর্থ। সম্প্রতি আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। পুলওয়ামায় ৪০ CRPF জওয়ান শহিদ হওয়ার পর জবাব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেনাকে আক্রমণ করেনি। একজন নাগরিকেরও ক্ষতি করেনি। শুধুমাত্র নিজেদের লক্ষ্য পূরণ করেছে।"

undefined

গতকাল প্যারাগুয়ের প্রেসিডেন্ট এইচ ই মারিও আবদো বেনিতেজ়, ভাইস প্রেসিডেন্ট এইচ ই ভেলাকুয়েজ় এবং ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট (সেনেট) এইচ ই সিলভিও ওভেলারের সঙ্গে দেখা করেন।

আসুনসিয়ন (প্যারাগুয়ে), ৭ মার্চ : "আমাদের এক প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, অর্থের জোগান দেয় এবং প্রশিক্ষণ দেওয়ার কাজও করে। তারা বারবার জনগণকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়া বন্ধ করে না।" গতকাল প্যারাগুয়েতে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে পাকিস্তানকে এভাবেই আক্রমণ করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

তিনি বলেন, "আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বলতেন, বন্ধুকে পরিবর্তন করা যায় কিন্তু তুমি তোমার প্রতিবেশীর কোনও পরিবর্তন করতে পারবে না। এটা মাথায় রেখেই আমরা সর্বতোভাবে চেষ্টা করছি।"

সন্ত্রাসবাদকে মানবতার শত্রু বলেন তিনি। বলেন, "এর কোনও ধর্ম নেই। এটি উন্মত্ত এবং খারাপ। এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলা উচিত। এটা তখনই সম্ভব যখন আন্তর্জাতিক গোষ্ঠী একত্রিত হবে।"

উপরাষ্ট্রপতি আরও বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলা করতে আমাদের কোনও সাহায্যের দরকার নেই। আমরা সমর্থ। সম্প্রতি আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। পুলওয়ামায় ৪০ CRPF জওয়ান শহিদ হওয়ার পর জবাব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেনাকে আক্রমণ করেনি। একজন নাগরিকেরও ক্ষতি করেনি। শুধুমাত্র নিজেদের লক্ষ্য পূরণ করেছে।"

undefined

গতকাল প্যারাগুয়ের প্রেসিডেন্ট এইচ ই মারিও আবদো বেনিতেজ়, ভাইস প্রেসিডেন্ট এইচ ই ভেলাকুয়েজ় এবং ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট (সেনেট) এইচ ই সিলভিও ওভেলারের সঙ্গে দেখা করেন।


Patna (Bihar), Mar 07 (ANI): Bihar Chief Minister Nitish Kumar on Wednesday warned Director General of Police Gupteshwar Pandey that the more he appears in media, he will "soon have to leave the position". While addressing a gathering here, Nitish said, "You (DGP) should know that one statement can make you famous but the more you will appear in media, chances are that you will have to leave soon." "The media might be printing you on the first page today and your speech might be applauded by others. However, you will find that the same media will demolish you in the next 5 months." Nitish further told Pandey that if he doesn't fulfill his duty on time, the same media will criticise him for his failures. "If you did not do what you are saying today then the same media will criticise you and your failures will be printed on the first page." The Chief Minister also emphasised on the maintenance of law and order in the state. "If law and order is not maintained in the state, the government's image gets affected. It is the responsibility of the police to keep the law system in order."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.