ETV Bharat / bharat

শ্রীনগরে গ্রেপ্তার এক লস্কর জঙ্গি - Srinagar

শ্রীনগর হাসপাতাল থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 3, 2019, 1:06 PM IST

শ্রীনগর, 3 এপ্রিল : শ্রীনগর থেকে এক লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। নাম দানিশ হানিফ। বাড়ি শ্রীনগরের নেটিপোরায়।

গত মাসে পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছিল দানিশ। তারপর শ্রীনগর হাসপাতালে সে চিকিৎসার জন্য এসেছিল। সেখান থেকেই আজ তাকে গ্রেপ্তার করে শ্রীনগর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারিতে সে লস্করে যোগ দিয়েছিল।

শ্রীনগর, 3 এপ্রিল : শ্রীনগর থেকে এক লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। নাম দানিশ হানিফ। বাড়ি শ্রীনগরের নেটিপোরায়।

গত মাসে পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছিল দানিশ। তারপর শ্রীনগর হাসপাতালে সে চিকিৎসার জন্য এসেছিল। সেখান থেকেই আজ তাকে গ্রেপ্তার করে শ্রীনগর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারিতে সে লস্করে যোগ দিয়েছিল।

New Delhi, Mar 28 (ANI): After successfully conducting an anti-satellite (A-SAT) missile test on Wednesday, the Chairman of Defence Research and Development Organisation (DRDO) Dr G. Satheesh Reddy revealed in an interview with ANI about the project. Reddy said, "We have developed many technologies towards the A-SAT. We launched the missile against a satellite in the lower earth orbit. We've hit the target by 'Kinetic kill' that means by directly hitting the satellite." He further said, "Scientists worked dedicatedly for it. This is a very significant milestone in the country's technological development era. Only three nations had it and now we are the fourth one."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.