শ্রীনগর, 3 এপ্রিল : শ্রীনগর থেকে এক লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। নাম দানিশ হানিফ। বাড়ি শ্রীনগরের নেটিপোরায়।
গত মাসে পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছিল দানিশ। তারপর শ্রীনগর হাসপাতালে সে চিকিৎসার জন্য এসেছিল। সেখান থেকেই আজ তাকে গ্রেপ্তার করে শ্রীনগর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারিতে সে লস্করে যোগ দিয়েছিল।