ETV Bharat / bharat

বডগামের কাছে ভেঙে পড়ল ফাইটার জেট, মৃত পাইলট - Budgam

সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ভেঙে পড়ল একটি ফাইটার জেট।

ভেঙে পড়া ফাইটার জেটটি
author img

By

Published : Feb 27, 2019, 11:30 AM IST

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : বডগামের কাছে ভেঙে পড়ল একটি ফাইটার জেট। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভেঙে পড়েছে।

ভেঙে পড়া ফাইটার জেটটি

আজ সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ফাইটার জেটটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দশুনে এসে দেখেন, বিমানটি মাটিতে ভেঙে পড়েছে। আগুন জ্বলছে। ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে একজনের মৃতদেহ। জানা গেছে, ওই ব্যক্তিই পাইলট। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি।

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : বডগামের কাছে ভেঙে পড়ল একটি ফাইটার জেট। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভেঙে পড়েছে।

ভেঙে পড়া ফাইটার জেটটি

আজ সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ফাইটার জেটটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দশুনে এসে দেখেন, বিমানটি মাটিতে ভেঙে পড়েছে। আগুন জ্বলছে। ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে একজনের মৃতদেহ। জানা গেছে, ওই ব্যক্তিই পাইলট। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি।


Prayagraj (Uttar Pradesh), Feb 19 (ANI): Devotees in large numbers thronged to Sangam Ghat at Kumbh Mela on the occasion of 'Maghi Purnima'. Devotees took holy dip and offered prayers on this auspicious occasion. People donate several items on 'Maghi Purnima' as a religious gesture to attain 'Moksha'.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.