বেঙ্গালুরু, 12 মার্চ : কোরোনা ভাইরাসে ভারতে প্রথম মৃত্যু ৷ মৃতের নাম মহম্মদ হুসেন সিদ্দিকি ৷
76 বছরের সিদ্দিকি কর্নাটকের কালাবুর্গির একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তারপর তেলাঙ্গানার এক হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় ৷ সেখান থেকে ফের কর্নাটকের হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় সিদ্দিকির ৷ গত মাসের 29 তারিখ শ্বাসকষ্ট, সর্দি-কাশি মতো উপসর্গ নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি ৷
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু জানান, "ওই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ৷ " সেই নমুনা আসার পরই বিষয়টি নিশ্চিত হয় যে সিদ্দিকির মৃত্যুর কারণ কোরোনা ভাইরাস ৷
কালাবুর্গির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল মার্চের 5 তারিখ ৷ তারপর থেকে আইসোলেশনে রাখা হয়েছিল ৷ এরপর 9 মার্চ তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় ৷ চিকিৎসার জন্য পরিবারের তরফে তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এর পর মঙ্গলবার কালাবুর্গি ফেরার পথে রাত 11 নাগাদ তিনি মারা যান ৷ এমনটাই জানানো হয়েছে সরকারিভাবে ৷ তবে কোরোনা পজেটিভ হলেও কেন তাঁকে হায়দরাবাদে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল সে বিষয়টি স্পষ্ট নয় ৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ৷
অন্যদিকে সৌদি আরবের আধিকারিকরা জানিয়েছেন, সে দেশের স্থানীয় কোনও ব্যক্তির সংস্পর্শে আসার কারণে ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত হননি ৷ তাঁদের দাবি, সংক্রমণ ভারতে ফেরার পথে হয়েছে ৷