ETV Bharat / bharat

বিড়ি কিনতে দেড় কিলোমিটার লম্বা লাইন ! - বিড়ি কিনেত দেড় কিলোমিটার লম্বা লাইন

রাজস্থানের দওসা জেলা । সেখানে বিড়ি কিনতে দেড় কিলোমিটার লম্বা লাইন পড়তে দেখা গেল সেখানিে । মানা হয়নি সামাজিক দূরত্ব ।

ছবি
ছবি
author img

By

Published : May 26, 2020, 4:59 PM IST

Updated : May 26, 2020, 6:19 PM IST

জয়পুর, 26 মে : সকাল থেকে গুদামের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে । দেশে কোরোনার সংক্রমণ যে এক লাখ পেরিয়েছে, তাদের দেখলে তা বোঝার উপায় নেই । কারণ পরণে না আছে মাস্ক, না মানা হয়েছে সামাজিক দূরত্ব । তাদের লক্ষ্য বিড়ির প্যাকেট কেনা । আর তার জন্যই দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ল রাজস্থানের দওসা জেলায় ।

দেশে চতুর্থ দফায় লকডাউন চলছে । এর মাঝেই আজ থেকে গুটখা, বিড়ি, পান মশলা বিক্রির অনুমতি দিয়েছে রাজস্থান সরকার । তারপরই এলাকায় এলাকায় একই ছবি ধরা পড়ছে । দিন কয়েক আগে মদের দোকান খোলার পর যেভাবে লম্বা লাইন পড়েছিল, আজ বিড়ির জন্য রাজস্থানের দওসার লালসোটে সেরকমই দীর্ঘ লাইন দেখা গেল ।

দেশে কোরোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে । প্রশাসনের তরফে বারবার সচেতন করা হচ্ছে । কিন্তু বিড়ি যে তাদের লাগবেই । তাই প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল অনেককে । কারও পরণেই ছিল না মাস্ক । মানা হয়নি সামাজিক দূরত্ব । সব থেকে বড় বিষয়, দওসার এই বিড়ি বিক্রেতা আজ তার গুদাম থেকে সাধারণের মধ্যে বিড়ি বিতরণও শুরু করে দেন । তারপর ভিড় আরও বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বোঝানোর চেষ্টা করে তারা ।

পরে বিষয়টি জেলা কালেক্টর অনিল চতুর্বেদীর কানে যায় । তড়িঘড়ি ওই গুদাম বন্ধ করার নির্দেশ দেন তিনি । পাশাপাশি গুদাম মালিকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন ।

জয়পুর, 26 মে : সকাল থেকে গুদামের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে । দেশে কোরোনার সংক্রমণ যে এক লাখ পেরিয়েছে, তাদের দেখলে তা বোঝার উপায় নেই । কারণ পরণে না আছে মাস্ক, না মানা হয়েছে সামাজিক দূরত্ব । তাদের লক্ষ্য বিড়ির প্যাকেট কেনা । আর তার জন্যই দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ল রাজস্থানের দওসা জেলায় ।

দেশে চতুর্থ দফায় লকডাউন চলছে । এর মাঝেই আজ থেকে গুটখা, বিড়ি, পান মশলা বিক্রির অনুমতি দিয়েছে রাজস্থান সরকার । তারপরই এলাকায় এলাকায় একই ছবি ধরা পড়ছে । দিন কয়েক আগে মদের দোকান খোলার পর যেভাবে লম্বা লাইন পড়েছিল, আজ বিড়ির জন্য রাজস্থানের দওসার লালসোটে সেরকমই দীর্ঘ লাইন দেখা গেল ।

দেশে কোরোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে । প্রশাসনের তরফে বারবার সচেতন করা হচ্ছে । কিন্তু বিড়ি যে তাদের লাগবেই । তাই প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনেই লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল অনেককে । কারও পরণেই ছিল না মাস্ক । মানা হয়নি সামাজিক দূরত্ব । সব থেকে বড় বিষয়, দওসার এই বিড়ি বিক্রেতা আজ তার গুদাম থেকে সাধারণের মধ্যে বিড়ি বিতরণও শুরু করে দেন । তারপর ভিড় আরও বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বোঝানোর চেষ্টা করে তারা ।

পরে বিষয়টি জেলা কালেক্টর অনিল চতুর্বেদীর কানে যায় । তড়িঘড়ি ওই গুদাম বন্ধ করার নির্দেশ দেন তিনি । পাশাপাশি গুদাম মালিকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন ।

Last Updated : May 26, 2020, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.