ETV Bharat / bharat

পরিষেবা চালুর দ্বিতীয় দিনে 41 হাজার যাত্রীকে নিয়ে ওঠানামা করল 608 টি বিমান - অন্তর্দেশীয় বিমান পরিষেবা

কোনওরকম সমস্যা ছাড়াই 608 টি বিমান ওঠানামা করেছে দেশে । যাতে 41 হাজার 673 জনকে গন্তব্যে পৌঁছানো গেছে । টুইট করে জানান অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী।

ছবি
ছবি
author img

By

Published : May 27, 2020, 12:48 PM IST

দিল্লি, 27 মে : অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতেই দ্বিতীয় দিনে 41 হাজার যাত্রী যাতায়াত করলেন দেশের বিভিন্ন প্রান্তে । যার জন্য মোট 608 টি বিমান চলাচল করেছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ।

গতকাল টুইট করে বিষয়টি জানান অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী । তিনি লেখেন, "কোনওরকম সমস্যা ছাড়াই 608 টি বিমান ওঠানামা করেছে দেশে । যাতে 41 হাজার 673 জনকে গন্তব্যে পৌঁছানো গেছে । "

  • Smooth operations of domestic civil aviation.
    Our airports have handled 325 departures & 283 arrivals with 41,673 passengers till 5pm on 26 May 2020, the 2nd day after recommencement of domestic flights. Final report for the day will be prepared after details come in at midnight

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্চের শেষের দিকে কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা । প্রায় দু'মাস পর বিমান চালানোর সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক । ঠিক হয়, 25 মে থেকে ফের চালু হবে বিমান পরিষেবা । সেইমতোই সোমবার থেকে শুরু হয় বিমান ওঠানামা । পশ্চিমবঙ্গে আমফানের জেরে বিমান পরিষেবা স্থগিত আছে । চালু হবে আগামীকাল থেকে । সোমবার পরিষেবা শুরু হতেই 58 হাজার 318 জনকে নিয়ে রওনা দেয় 832 টি বিমান । তারপর গতকাল 41 হাজার মানুষ যাতায়াত করেন বিমানে । গতকাল দিল্লি থেকে 135 টি বিমান ছেড়েছে । দিল্লিতে পৌঁছেছে 140 টি বিমান । দুই মিলিয়ে 25 টি উড়ান বাতিল হয়েছে । এদিকে মুম্বইয়েও মোট 44 টি বিমান ওঠানামা করেছে ।

একটি বেসরকারি বিমান টিকিট বুকিং সংস্থার আধিকারিক জানান, সোমবারের তুলনায় দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারে বিমান পরিষেবা আরও মসৃণ করা গেছে । যে সমস্যা শুরুর দিন একটু আধটু ছিল, গতকাল তা'ও দেখা যায়নি ।

এদিকে, সোমবারই বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটোর যাওয়া ইন্ডিগোর একটি বিমানে একজন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । তাঁকে কোয়ারানটিনে রাখা হয়েছে । সংস্থার বক্তব্য, ওই ব্যক্তি সমস্ত নিয়ম মেনেই বিমানে উঠেছিলেন । এবং সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ।

দিল্লি, 27 মে : অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতেই দ্বিতীয় দিনে 41 হাজার যাত্রী যাতায়াত করলেন দেশের বিভিন্ন প্রান্তে । যার জন্য মোট 608 টি বিমান চলাচল করেছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ।

গতকাল টুইট করে বিষয়টি জানান অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী । তিনি লেখেন, "কোনওরকম সমস্যা ছাড়াই 608 টি বিমান ওঠানামা করেছে দেশে । যাতে 41 হাজার 673 জনকে গন্তব্যে পৌঁছানো গেছে । "

  • Smooth operations of domestic civil aviation.
    Our airports have handled 325 departures & 283 arrivals with 41,673 passengers till 5pm on 26 May 2020, the 2nd day after recommencement of domestic flights. Final report for the day will be prepared after details come in at midnight

    — Hardeep Singh Puri (@HardeepSPuri) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্চের শেষের দিকে কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা । প্রায় দু'মাস পর বিমান চালানোর সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক । ঠিক হয়, 25 মে থেকে ফের চালু হবে বিমান পরিষেবা । সেইমতোই সোমবার থেকে শুরু হয় বিমান ওঠানামা । পশ্চিমবঙ্গে আমফানের জেরে বিমান পরিষেবা স্থগিত আছে । চালু হবে আগামীকাল থেকে । সোমবার পরিষেবা শুরু হতেই 58 হাজার 318 জনকে নিয়ে রওনা দেয় 832 টি বিমান । তারপর গতকাল 41 হাজার মানুষ যাতায়াত করেন বিমানে । গতকাল দিল্লি থেকে 135 টি বিমান ছেড়েছে । দিল্লিতে পৌঁছেছে 140 টি বিমান । দুই মিলিয়ে 25 টি উড়ান বাতিল হয়েছে । এদিকে মুম্বইয়েও মোট 44 টি বিমান ওঠানামা করেছে ।

একটি বেসরকারি বিমান টিকিট বুকিং সংস্থার আধিকারিক জানান, সোমবারের তুলনায় দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারে বিমান পরিষেবা আরও মসৃণ করা গেছে । যে সমস্যা শুরুর দিন একটু আধটু ছিল, গতকাল তা'ও দেখা যায়নি ।

এদিকে, সোমবারই বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটোর যাওয়া ইন্ডিগোর একটি বিমানে একজন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় । তাঁকে কোয়ারানটিনে রাখা হয়েছে । সংস্থার বক্তব্য, ওই ব্যক্তি সমস্ত নিয়ম মেনেই বিমানে উঠেছিলেন । এবং সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.