অযোধ্যা (উত্তরপ্রদেশ) : রামমন্দির চত্বরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে গতকাল একটি বৈঠক করে উচ্চ পর্যায়ের আধিকারিকরা ৷ সাধারণত , প্রত্যেক তিনমাস অন্তর একবার করে রাম জন্মভূমির স্ট্যান্ডিং সিকিউরিটি কমিটির বৈঠক হয় ৷ গতকাল এই বৈঠকটি অযোধ্যার একটি রিসর্টে অনুষ্ঠিত হয় ৷ উপস্থিত ছিলেন ADG সিকিউরিটি ভি কি সিং এবং IG CRPF ও অন্যান্য আধিকারিকরা ৷
ADG সিং বলেন , কর্মকর্তারা প্রথমে সুরক্ষা-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে , মন্দিরের নির্মাণ সুষ্ঠুভাবে চলতে পারে এবং ভবিষ্যতে তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া , অস্থায়ী রামলালা মন্দির এবং নির্মাণাধীন মূল মন্দির উভয়ের জন্য সুরক্ষা পরিকল্পনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে ৷