ETV Bharat / bharat

নকশাল SRE স্কিম থেকে 5 জেলার নাম সরালো ওড়িশা সরকার - naxal'

নকশালপন্থী এলাকামু্ক্ত বলে ওড়িশার 5 টি জেলার নাম ঘোষণা করল ওড়িশা সরকার ৷ অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওঘর, নায়াগড় জেলাগুলিকে নকশালমু্ক্ত বলে ঘোষণা করা হয়েছে ৷

Odisha removes 5 districts from Naxal SRE scheme
নকশাল SRE স্কিম থেকে 5 জেলার নাম সরালো ওড়িশা সরকার
author img

By

Published : Jul 10, 2020, 2:04 PM IST

ভুবনেশ্বর, 10 জুলাই : সুরক্ষা সম্পর্কিত ব্যয়ের স্কিম থেকে 5 টি জেলার নাম সরালো ওড়িশা সরকার ৷ ওই জেলাগুলিতে বাম উগ্রপন্থী অর্থাৎ নকশালপন্থীরা সক্রিয় ছিল ৷ জেলাগুলি হল - অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওঘর, নায়াগড় ৷ এই পুলিশ উচ্চ আধিকারিক সূত্রে খবর ৷

Odisha removes 5 districts from Naxal SRE scheme
ওড়িশা সরকারের প্রেস বিজ্ঞপ্তি

পুলিশের ডিরেক্টর জেনেরাল (DGP) জানিয়েছেন, " সরকারের এই সীদ্ধান্তের কারণ ওই জেলাগুলিতে সুরক্ষা ব্যবস্থা আরও ভালো হয়েছে ৷ ওড়িশা পুলিশ গোটা রাজ্যকে নকশালমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ " প্রায় গত 3 শতাব্দি ধরে ওড়িশায় নকশালপন্থীরা সক্রিয় ৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত 30 টি জেলার মধ্যে 19 টি জেলাতে সক্রিয় আছে নকশালপন্থীরা ৷ ওই 19 টি জেলা SRE জেলা হিসেবে ঘোষণা করেছে সরকার ৷ IGP (অপারেশন) অমিতাভ ঠাকুর বলেন, " রাজ্যের উন্নতির কর্মসূচি ও শক্তিশালী সুরক্ষা থাকায় গত কয়েকবছরে পরিস্থিত পালটেছে ৷ " গত 2018 সালের এপ্রিল মাসে , আরও 6 টি জেলাকে মাওবাদী কার্যকলাপ ও নকশালমুক্ত ঘোষণা করা হয় ৷ কেন্দ্রীয় সরকারের তরফে নকশাল এলাকার জন্য দেওয়া SRE স্কিম থেকে সরানো হয় ৷ কেন্দ্রীয় সরকারের এই স্কিম দেশে নকশাল ও মাওবাদী এলাকাগুলিতে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় ৷

Odisha removes 5 districts from Naxal SRE scheme
পুলিশের ডিরেক্টর জেনেরালের (DGP) টুইট

DGP আরও বলেন, " বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে, 2018 সালের পর আরও 5 টি জেলাকে এই স্কিমের থেকে সরালো ওড়িশা সরকার ৷ এই নিয়ে 30 টি জেলার 11 টিই নকশালমুক্ত ঘোষণা করা হল ৷ " এ বিষয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর প্রতি মানুষের গ্রহণযোগ্যতা ও মাওবাদী আদর্শের প্রতি মানুষের আকর্ষণ কমে যাওয়ায় এলাকাগুলিতে মাওবাদী প্রভাব কমানো সম্ভব হয়েছে ৷

ভুবনেশ্বর, 10 জুলাই : সুরক্ষা সম্পর্কিত ব্যয়ের স্কিম থেকে 5 টি জেলার নাম সরালো ওড়িশা সরকার ৷ ওই জেলাগুলিতে বাম উগ্রপন্থী অর্থাৎ নকশালপন্থীরা সক্রিয় ছিল ৷ জেলাগুলি হল - অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওঘর, নায়াগড় ৷ এই পুলিশ উচ্চ আধিকারিক সূত্রে খবর ৷

Odisha removes 5 districts from Naxal SRE scheme
ওড়িশা সরকারের প্রেস বিজ্ঞপ্তি

পুলিশের ডিরেক্টর জেনেরাল (DGP) জানিয়েছেন, " সরকারের এই সীদ্ধান্তের কারণ ওই জেলাগুলিতে সুরক্ষা ব্যবস্থা আরও ভালো হয়েছে ৷ ওড়িশা পুলিশ গোটা রাজ্যকে নকশালমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ " প্রায় গত 3 শতাব্দি ধরে ওড়িশায় নকশালপন্থীরা সক্রিয় ৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত 30 টি জেলার মধ্যে 19 টি জেলাতে সক্রিয় আছে নকশালপন্থীরা ৷ ওই 19 টি জেলা SRE জেলা হিসেবে ঘোষণা করেছে সরকার ৷ IGP (অপারেশন) অমিতাভ ঠাকুর বলেন, " রাজ্যের উন্নতির কর্মসূচি ও শক্তিশালী সুরক্ষা থাকায় গত কয়েকবছরে পরিস্থিত পালটেছে ৷ " গত 2018 সালের এপ্রিল মাসে , আরও 6 টি জেলাকে মাওবাদী কার্যকলাপ ও নকশালমুক্ত ঘোষণা করা হয় ৷ কেন্দ্রীয় সরকারের তরফে নকশাল এলাকার জন্য দেওয়া SRE স্কিম থেকে সরানো হয় ৷ কেন্দ্রীয় সরকারের এই স্কিম দেশে নকশাল ও মাওবাদী এলাকাগুলিতে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় ৷

Odisha removes 5 districts from Naxal SRE scheme
পুলিশের ডিরেক্টর জেনেরালের (DGP) টুইট

DGP আরও বলেন, " বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে, 2018 সালের পর আরও 5 টি জেলাকে এই স্কিমের থেকে সরালো ওড়িশা সরকার ৷ এই নিয়ে 30 টি জেলার 11 টিই নকশালমুক্ত ঘোষণা করা হল ৷ " এ বিষয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর প্রতি মানুষের গ্রহণযোগ্যতা ও মাওবাদী আদর্শের প্রতি মানুষের আকর্ষণ কমে যাওয়ায় এলাকাগুলিতে মাওবাদী প্রভাব কমানো সম্ভব হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.