ETV Bharat / bharat

মাস্ক না পরায় জরিমানা বাবদ 1.25 কোটি টাকা আয় ওড়িশা পুলিশের

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সে ওড়িশা পুলিশের DGP জানান, জনসমক্ষে মাস্ক না পরায় জরিমানা বাবদ 1.25 কোটি টাকা আদায় করেছে ওড়িশা পুলিশ।

Odisha
Odisha
author img

By

Published : Jun 12, 2020, 11:23 PM IST

ভুবনেশ্বর, 12 জুন : মাস্ক না পরায় জরিমানা বাবদ 1.25 কোটি টাকা আদায় করল ওড়িশা পুলিশ। আজ এক বৈঠকে ওড়িশা পুলিশের DGP অভয় জানান এই কথা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের প্রতিনিধিত্বে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেই কনফারেন্সেই ওড়িশা পুলিশের DGP জানান, মাস্ক না পরায় জরিমানা বাবদ মোট 1,25,84,180 টাকা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জরিমানা মূল্য 200 থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। দুই বারের বেশি নিয়ম ভঙ্গ করলে জরিমানা বাবদ 1000 টাকা দেওয়ার নিয়ম করা হয়েছে।

DGP অভয় জানান, যাঁরা সামাজিক দূরত্ব নিয়মবিধি ভঙ্গ করেছেন, তাঁদের থেকে মোট জরিমানা বাবদ 11,74,350 টাকা সংগ্রহ করা হয়েছে এবং যাঁরা রাতের কারফিউ ভঙ্গ করেছেন, তাঁদের থেকে জরিমানা বাবদ মোট 1,03,800 টাকা সংগ্রহ করা হয়েছে। 11 টি জেলায় সপ্তাহ শেষে যে শাটডাউনের নিয়ম জারি করা হয়েছে, সেই নিয়ম ভঙ্গ করায় মোট 3,000 টাকা সংগ্রহ করা হয়েছে জরিমানা হিসেবে।

তিনি জানান, প্রতিদিনের ডিউটি ছাড়াও ওড়িশা পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব ও প্রতিনিয়ত হাত ধোওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা প্রচার চালানো হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যে "আন্তঃরাষ্ট্রীয় পরিযায়ীদের জন্য ওড়িশায় শূন্য পদচালনা"-র যে নিয়ম গাড়ি করেছেন, তার উল্লেখ করে DGP জানান, প্রায় 24,587 পদচারীকে 524টি ট্রিপে রাজ্যের বিভিন্ন সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।

এছাড়া 8002টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প, যা 3 মে থেকে সরকারের তরফে রাজ্যের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার জন্য, তাদের সুরক্ষাও দিয়েছে পুলিশ। 11 জুন অবধি রাজ্যে মোট 5,22,148 মানুষ ফিরে এসেছেন বলে জানান DGP।

ভুবনেশ্বর, 12 জুন : মাস্ক না পরায় জরিমানা বাবদ 1.25 কোটি টাকা আদায় করল ওড়িশা পুলিশ। আজ এক বৈঠকে ওড়িশা পুলিশের DGP অভয় জানান এই কথা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের প্রতিনিধিত্বে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেই কনফারেন্সেই ওড়িশা পুলিশের DGP জানান, মাস্ক না পরায় জরিমানা বাবদ মোট 1,25,84,180 টাকা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জরিমানা মূল্য 200 থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। দুই বারের বেশি নিয়ম ভঙ্গ করলে জরিমানা বাবদ 1000 টাকা দেওয়ার নিয়ম করা হয়েছে।

DGP অভয় জানান, যাঁরা সামাজিক দূরত্ব নিয়মবিধি ভঙ্গ করেছেন, তাঁদের থেকে মোট জরিমানা বাবদ 11,74,350 টাকা সংগ্রহ করা হয়েছে এবং যাঁরা রাতের কারফিউ ভঙ্গ করেছেন, তাঁদের থেকে জরিমানা বাবদ মোট 1,03,800 টাকা সংগ্রহ করা হয়েছে। 11 টি জেলায় সপ্তাহ শেষে যে শাটডাউনের নিয়ম জারি করা হয়েছে, সেই নিয়ম ভঙ্গ করায় মোট 3,000 টাকা সংগ্রহ করা হয়েছে জরিমানা হিসেবে।

তিনি জানান, প্রতিদিনের ডিউটি ছাড়াও ওড়িশা পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব ও প্রতিনিয়ত হাত ধোওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা প্রচার চালানো হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যে "আন্তঃরাষ্ট্রীয় পরিযায়ীদের জন্য ওড়িশায় শূন্য পদচালনা"-র যে নিয়ম গাড়ি করেছেন, তার উল্লেখ করে DGP জানান, প্রায় 24,587 পদচারীকে 524টি ট্রিপে রাজ্যের বিভিন্ন সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।

এছাড়া 8002টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প, যা 3 মে থেকে সরকারের তরফে রাজ্যের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার জন্য, তাদের সুরক্ষাও দিয়েছে পুলিশ। 11 জুন অবধি রাজ্যে মোট 5,22,148 মানুষ ফিরে এসেছেন বলে জানান DGP।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.