ভুবনেশ্বর, 4 জুন : ওড়িশায় চালু হল লকডাউনের নতুন বিধি । বাকি দিনগুলিতে লকডাউন শিথিল হলেও প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার লকডাউন জারি থাকবে ওড়িশায় । টানা জুন মাস ধরে এই বিধি কার্যকর থাকবে ওড়িশার একাধিক জেলায় । গঞ্জাম, পুরী, নয়াগড়, খোরদা, কটক, জগতসিংহপুর, কেন্দ্রপদ, জজপুর, ভদ্রক, বালাসোর ও বালাঙ্গির জেলায় এই নতুন নিয়ম কার্যকর হবে । তবে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় ও সরকারি পরিষেবায় ।
পাশাপাশি, 31 জুলাই পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবীন পটনায়কের সরকার । ওড়িশার তথ্য ও জনসংযোগ দপ্তরের তরফে জারি করা এক বিবৃতিতে ওড়িশার এই এগারোটি জেলায় শনি ও রবিবার লকডাউন কার্যকর রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । ওই জেলাগুলিতে সমস্ত সরকারি দপ্তরও বন্ধ থাকবে লকডাউনের ওই দিনগুলিতে । অর্থাৎ, 6-7 জুন, 13-14 জুন, 20-21 জুন এবং 27-28 জুন বন্ধ ওই এগারোটি জেলায় সমস্ত সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার । তবে স্বাস্থ্য, পুলিশ, দমকল, টেলিকমিউনিকেশন ও মিউনিসিপ্যাল পরিষেবা চালু থাকবে ওইসব এলাকাগুলিতে ।
তথ্য ও জনসংযোগ দপ্তরের জারি করা ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পরিষেবায় কোনওরকম বাধা দেওয়া হবে না । অত্যাবশ্যকীয় পরিষেবা সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ।
এদিকে 31 জুলাই পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও কনটেইনমেন্ট জ়োন বাদে বাকি সমস্ত এলাকায় সূচি অনুযায়ীই পরীক্ষা হবে । পাশাপাশি, উমীদ কি উড়ান প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দু'টি বিশেষ বিমানে করে প্রায় তিনশো পরিযায়ীকে ইম্ফল থেকে ভুবনেশ্বরে ফিরিয়ে আনা হয়েছে ।