দিল্লি, 21 জুন: কোনও কারণে যদি এক বছর রথযাত্রা বন্ধ থাকে, তাহলে আগামী 12 বছর রথযাত্রা পালন করা যাবে না। তাই এবছর পুরীর রথযাত্রা যাতে না আটকায় সেই দাবিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মুসলিম ব্যক্তি। পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়ার আবেদন জানালেন ।
ওড়িশার নায়াগড় জেলার বাসিন্দা আফতাব হুসেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, “রথযাত্রা বন্ধের নির্দেশের ফলে পুরো ওড়িশা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদি জগন্নাথ দেবের সমস্ত আচার রীতি মেনে সেবায়তরা রথযাত্রা পালন করেন, তাহলে মানুষ রথযাত্রা থেকে বিরত থাকতে প্রস্তুত।”
জগন্নাথ দেবের এতিহ্যের কথা স্মরণ করিয়ে আইনজীবী পি কে মহাপাত্র ও হরপ্রসাদ শাহু বলেন, “কোনও কারণে যদি এক বছর রথযত্রা না হয়, তাহলে আগামী 12 বছর রথযাত্রা পালন করা সম্ভব নয়। এটা জগন্নাথ দেবের সংস্কৃতিকে মারাত্মক ভাবে ক্ষতি করবে।”
প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় এবছর রথযাত্রা স্থগিতের নির্দেশ দেওয়া হয় দেশের শীর্ষ আদালতের তরফে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলন, “এবছর রথযাত্রার অনুমতি দিলে স্বয়ং জগন্নাথ দেবও আমাদের ক্ষমা করবেন না।” রথযাত্রা উপলক্ষ্যে লাখ লাখ মানুষের সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু এবছর কোরোনা মহামারির কারণেই রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, এরপরেই পুরীর জগন্নাথ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে বসেন ওড়িশা সরকার। আদালতের নির্দেশ মেনে মন্দির চত্ত্বরেই রথযাত্রা পালন করা নিয়ে বৈঠক হয়। তবে, এই প্রথম নয় এর আগেও রথের চাকা গড়ায়নি জগন্নাথ-বলরাম-সুভদ্রার। একাধিকবার স্থগিত হয়েছে রথযাত্রা। কিন্তু, 284 বছরে এই প্রথম রথযাত্রা বন্ধের নির্দেশ দেওয় হয়।