ETV Bharat / bharat

JNU ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তির নিচে লেখা হল আপত্তিজনক শব্দ - JNU ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তি

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তির পাদদেশে লেখা হল আপত্তিজনক শব্দ । অভিযোগ, ছাত্রদের একাংশই এই কাজ করেছে ।

ছবি
author img

By

Published : Nov 14, 2019, 7:36 PM IST

দিল্লি, 14 নভেম্বর : বিবেকানন্দের মূর্তির পাদদেশে লেখা হল আপত্তিজনক শব্দ । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা । অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশই এই কাজ করেছে । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । তবে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ব্লকে জওহরলাল নেহরুর মূর্তির ঠিক সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি । এই মূর্তির পাদদেশেই লেখা হয়েছে একাধিক আপত্তিজনক শব্দ । যদিও JNU ছাত্র সংসদ জানিয়েছে, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয় । আপাতত গেরুয়া কাপড়ে ঢাকা রয়েছে মূর্তিটি । উদ্বোধনও হয়নি ।

28 অক্টোবর । ঘটনার সূত্রপাত JNU-র হস্টেল ফিজ় বৃদ্ধি, পোশাকবিধি ও নতুন তৈরি নিয়মকানুন নিয়ে । এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর । ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ শুরু করে । লাগাতার দু'সপ্তাহ ধরে চলছে এই বিক্ষোভ । গতকালই ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ব্লক ঘেরাও করে । প্রশাসনের ভূমিকাকে ধিক্কার জানিয়ে স্লোগান দেয় । উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করে । কিন্তু সেইসময় উপাচার্য অনুপস্থিত ছিলেন । ক্ষোভে ছাত্রছাত্রীরা প্রশাসনিক ব্লকের দেওয়ালে নানা আপত্তিজনক শব্দ লেখে । এমন কী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমারের নেমপ্লেটে কালি লাগিয়ে দেয় ও উপড়ে ফেলে দেয় ।

গতকাল সন্ধ্যায় এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে বলা হয় ফিজ় বৃদ্ধির এই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি । বিক্ষোভ জারি থাকে । ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ পর্যন্ত উপাচার্য নিজে এসে ছাত্রদের সঙ্গে দেখা না করছেন , এই বিষয়ে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ।

এনিয়ে গতকাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক টুইটও করে । সেখানে ফিজ় বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও বলা হয় । কিন্তু ছাত্রছাত্রীদের দাবি তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে । এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছু নয় ।

তারপর আজকের এই ঘটনা । তবে কারা এই ঘটনার জন্য দায়ি তা এখনও স্পষ্ট হয়নি । বিশ্ববিদ্যালেয় কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি ।

দিল্লি, 14 নভেম্বর : বিবেকানন্দের মূর্তির পাদদেশে লেখা হল আপত্তিজনক শব্দ । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা । অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশই এই কাজ করেছে । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । তবে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ব্লকে জওহরলাল নেহরুর মূর্তির ঠিক সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি । এই মূর্তির পাদদেশেই লেখা হয়েছে একাধিক আপত্তিজনক শব্দ । যদিও JNU ছাত্র সংসদ জানিয়েছে, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয় । আপাতত গেরুয়া কাপড়ে ঢাকা রয়েছে মূর্তিটি । উদ্বোধনও হয়নি ।

28 অক্টোবর । ঘটনার সূত্রপাত JNU-র হস্টেল ফিজ় বৃদ্ধি, পোশাকবিধি ও নতুন তৈরি নিয়মকানুন নিয়ে । এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর । ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ শুরু করে । লাগাতার দু'সপ্তাহ ধরে চলছে এই বিক্ষোভ । গতকালই ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ব্লক ঘেরাও করে । প্রশাসনের ভূমিকাকে ধিক্কার জানিয়ে স্লোগান দেয় । উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করে । কিন্তু সেইসময় উপাচার্য অনুপস্থিত ছিলেন । ক্ষোভে ছাত্রছাত্রীরা প্রশাসনিক ব্লকের দেওয়ালে নানা আপত্তিজনক শব্দ লেখে । এমন কী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমারের নেমপ্লেটে কালি লাগিয়ে দেয় ও উপড়ে ফেলে দেয় ।

গতকাল সন্ধ্যায় এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে বলা হয় ফিজ় বৃদ্ধির এই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি । বিক্ষোভ জারি থাকে । ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ পর্যন্ত উপাচার্য নিজে এসে ছাত্রদের সঙ্গে দেখা না করছেন , এই বিষয়ে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ।

এনিয়ে গতকাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক টুইটও করে । সেখানে ফিজ় বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও বলা হয় । কিন্তু ছাত্রছাত্রীদের দাবি তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে । এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছু নয় ।

তারপর আজকের এই ঘটনা । তবে কারা এই ঘটনার জন্য দায়ি তা এখনও স্পষ্ট হয়নি । বিশ্ববিদ্যালেয় কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি ।

New Delhi, Nov 14 (ANI): A statue of Swami Vivekananda inside Jawaharlal Nehru University (JNU) was vandalized by miscreants on November 14 in Delhi. The incident comes amid protests by students over several issues including fee hike.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.