ETV Bharat / bharat

দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 53 - দিল্লি সংঘর্ষ ২০২০

দিল্লিতে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 53 । দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি হিংসায় এখনও পর্যন্ত 654টি মামলা রুজু হয়েছে । ঘটনায় আটক ও গ্রেপ্তার করা হয়েছে 1820জনকে । যে মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি তার যাবতীয় তথ্যপুলিশকে প্রকাশ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ।

delhi
দিল্লি
author img

By

Published : Mar 5, 2020, 10:19 PM IST

দিল্লি, 5 মার্চ : উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 53 । দিনকয়েক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক-বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত ছিল উত্তর-পূর্ব দিল্লি । জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি । মৃত্যু হয় মানুষের । সংঘর্ষের কয়েকদিন পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি হিংসায় এখনও পর্যন্ত 654টি মামলা রুজু হয়েছে । ঘটনায় পাকড়াও করা হয়েছে 1820 জনকে । যে মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি তার যাবতীয় তথ্য পুলিশকে প্রকাশ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ।

যদিও দিল্লি হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা । তাদের অভিযোগ ছিল, হিংসায় নিষ্ক্রিয় থেকেছে পুলিশ । দিল্লি হাইকোর্টের তরফেও হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল । সেক্ষেত্রেও পুলিশ জানায়, এখনই দায়ের করবে না FIR ।

BJP নেতৃত্বকেই বারবার দিল্লি হিংসার জন্য দায়ি করেছে বিরোধীরা । একাধিক BJP নেতার হিংসাত্মক মন্তব্য দিল্লি সংঘর্ষে মদত দিয়েছে বলে অভিযোগ করেছে তাঁরা । যদিও BJP-র তরফে সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, বিরোধীরা সাধারণ মানুষকে CAA নিয়ে ভুল বোঝাচ্ছে ।

সংসদে দিল্লির হিংসাত্মক ঘটনা নিয়ে আলোচনার দাবি তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু, হোলির আগে এবিষয়ে আলোচনা করতে রাজি হননি লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ তিনি জানান, 11 মার্চ এবিষয়ে আলোচনা হবে ৷ এরপরই সোমবার সংসদে সরব হন বিরোধীরা ৷ আজ কংগ্রেসের সাত সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে তাঁরা অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না ৷

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব উত্তর-পূর্ব দিল্লির এই ভয়াবহ পরিস্থিতির জন্য কেন্দ্রের নিন্দা করেছেন । গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সংঘর্ষকে গুজরাত মডেলের সঙ্গে তুলনা করেন । দলীয় এক সভা থেকে বলেছিলেন, দিল্লির হিংসা এক গণহত্যাই ।

দিল্লি হাইকোর্টে দিল্লি হিংসা সংক্রান্ত আবেদনের শুনানি চলছে । সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি । যদিও শুনানির জন্য কেন্দ্র আরও সময় চেয়েছিল । কেন্দ্রের এই আবেদন খারিজ করে দ্রুত বিচারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 5 মার্চ : উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 53 । দিনকয়েক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক-বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত ছিল উত্তর-পূর্ব দিল্লি । জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি । মৃত্যু হয় মানুষের । সংঘর্ষের কয়েকদিন পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি হিংসায় এখনও পর্যন্ত 654টি মামলা রুজু হয়েছে । ঘটনায় পাকড়াও করা হয়েছে 1820 জনকে । যে মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি তার যাবতীয় তথ্য পুলিশকে প্রকাশ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ।

যদিও দিল্লি হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা । তাদের অভিযোগ ছিল, হিংসায় নিষ্ক্রিয় থেকেছে পুলিশ । দিল্লি হাইকোর্টের তরফেও হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল । সেক্ষেত্রেও পুলিশ জানায়, এখনই দায়ের করবে না FIR ।

BJP নেতৃত্বকেই বারবার দিল্লি হিংসার জন্য দায়ি করেছে বিরোধীরা । একাধিক BJP নেতার হিংসাত্মক মন্তব্য দিল্লি সংঘর্ষে মদত দিয়েছে বলে অভিযোগ করেছে তাঁরা । যদিও BJP-র তরফে সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, বিরোধীরা সাধারণ মানুষকে CAA নিয়ে ভুল বোঝাচ্ছে ।

সংসদে দিল্লির হিংসাত্মক ঘটনা নিয়ে আলোচনার দাবি তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু, হোলির আগে এবিষয়ে আলোচনা করতে রাজি হননি লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ তিনি জানান, 11 মার্চ এবিষয়ে আলোচনা হবে ৷ এরপরই সোমবার সংসদে সরব হন বিরোধীরা ৷ আজ কংগ্রেসের সাত সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে তাঁরা অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না ৷

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব উত্তর-পূর্ব দিল্লির এই ভয়াবহ পরিস্থিতির জন্য কেন্দ্রের নিন্দা করেছেন । গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সংঘর্ষকে গুজরাত মডেলের সঙ্গে তুলনা করেন । দলীয় এক সভা থেকে বলেছিলেন, দিল্লির হিংসা এক গণহত্যাই ।

দিল্লি হাইকোর্টে দিল্লি হিংসা সংক্রান্ত আবেদনের শুনানি চলছে । সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি । যদিও শুনানির জন্য কেন্দ্র আরও সময় চেয়েছিল । কেন্দ্রের এই আবেদন খারিজ করে দ্রুত বিচারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.