ETV Bharat / bharat

কোরোনায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে 94 - Corona affected

লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ছ'জন । যার মধ্যে মহারাষ্ট্রে চার জন, রাজস্থানে এক জন ও উত্তরপ্রদেশে এক জন ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Mar 14, 2020, 9:45 PM IST

Updated : Mar 14, 2020, 11:24 PM IST

দিল্লি, 14 মার্চ : ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 94 । নতুন করে মহারাষ্ট্রে ন'জন, রাজস্থানে এক জন ও উত্তরপ্রদেশে এক জন কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন বলে জানা গেছে । এই 89 জনের সঙ্গে যোগাযোগে ছিল এমন 4000 জনকে আইসোলেশনে রাখা হয়েছে । অন্যদিকে, সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ 48 হাজার 51-তে ।

লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এক লাফে মৃতের সংখ্যাও অনেকটা বেড়েছে ইট্যালিতে । আতঙ্ক বাড়ছে । একে একে আইসোলেশনে বাড়ছে রোগীর সংখ্যা । এই পরিস্থিতিতে একাধিক জায়গায় বাড়ছে আতঙ্ক । তবে, আতঙ্ক ছেড়ে সুরক্ষিত থাকার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা ।

পরিস্থিতি খতিয়ে দেখে আজই স্বরাষ্ট্রমন্ত্রক কোরোনার আক্রমণকে উল্লেখযোগ্য বিপর্যয় হিসেবে বিবেচনা করেছে । পাশাপাশি কোরোনায় মৃতের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছে ।

এই সংক্রান্ত আরও খবর : COVID-19 : মৃতের পরিবার পিছু 4 লাখ ক্ষতিপূরণের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

পরিস্থিতির উপর নজর রেখেছে সকলে । দিল্লি, ওড়িশা, বিহার, কর্নাটক, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরালায় বন্ধ হয়েছে স্কুল, কলেজ । দিল্লিতে বন্ধ রয়েছে সিনেমা হল । কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বার বার বলা হচ্ছে, সতর্ক থাকুন । সুরক্ষিত থাকুন ।

এই সংক্রান্ত আরও খবর : কোরোনা থেকে বাঁচতে গো-মূত্র পার্টি হিন্দু মহাসভার

দিল্লি, 14 মার্চ : ভারতে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 94 । নতুন করে মহারাষ্ট্রে ন'জন, রাজস্থানে এক জন ও উত্তরপ্রদেশে এক জন কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন বলে জানা গেছে । এই 89 জনের সঙ্গে যোগাযোগে ছিল এমন 4000 জনকে আইসোলেশনে রাখা হয়েছে । অন্যদিকে, সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ 48 হাজার 51-তে ।

লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এক লাফে মৃতের সংখ্যাও অনেকটা বেড়েছে ইট্যালিতে । আতঙ্ক বাড়ছে । একে একে আইসোলেশনে বাড়ছে রোগীর সংখ্যা । এই পরিস্থিতিতে একাধিক জায়গায় বাড়ছে আতঙ্ক । তবে, আতঙ্ক ছেড়ে সুরক্ষিত থাকার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা ।

পরিস্থিতি খতিয়ে দেখে আজই স্বরাষ্ট্রমন্ত্রক কোরোনার আক্রমণকে উল্লেখযোগ্য বিপর্যয় হিসেবে বিবেচনা করেছে । পাশাপাশি কোরোনায় মৃতের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছে ।

এই সংক্রান্ত আরও খবর : COVID-19 : মৃতের পরিবার পিছু 4 লাখ ক্ষতিপূরণের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

পরিস্থিতির উপর নজর রেখেছে সকলে । দিল্লি, ওড়িশা, বিহার, কর্নাটক, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, কেরালায় বন্ধ হয়েছে স্কুল, কলেজ । দিল্লিতে বন্ধ রয়েছে সিনেমা হল । কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বার বার বলা হচ্ছে, সতর্ক থাকুন । সুরক্ষিত থাকুন ।

এই সংক্রান্ত আরও খবর : কোরোনা থেকে বাঁচতে গো-মূত্র পার্টি হিন্দু মহাসভার

Last Updated : Mar 14, 2020, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.