ETV Bharat / bharat

BOB ও ইন্ডিয়ান ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ বেড়ে 6 গুণ, জানাল RTI

ব্যাঙ্ক অফ বরোদার অনুৎপাদক সম্পদ বেড়েছে ছয়গুণ ৷ মোট 73 হাজার 140 কোটি টাকা ৷ অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পদ বেড়েছে চারগুণ ৷

NPAs of BoB, Indian Bank surge multi-fold in 6 years: RTI data
BOB ও ইন্ডিয়ান ব্যাঙ্কের নন-পারফরম্যান্স সম্পদ বেড়ে ছয়গুণ , জানাল RTI
author img

By

Published : May 3, 2020, 10:46 PM IST

কোটা (রাজস্থান), 3 মে : ব্যাঙ্ক অফ বরোদার অনুৎপাদক সম্পদ সম্পদ বেড়েছে ছয়গুণ ৷ মোট 73 হাজার 140 কোটি টাকা ৷ অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পদ বেড়েছে চারগুণ ৷ যা মোট বেড়ে হয়েছে 32 হাজের 561 .26 কোটি । বিগত 6 বছরে এই প্রথম এতগুণ বাড়ল ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পদ ৷ জানাল তথ্য অধিকার দপ্তর ৷

RTI - এর দেওয়া তথ্য অনুসারে, ব্যাঙ্ক অফ বরোদার (BOB) NPA 2014 মার্চের শেষ থেকে 2019 ডিসেম্বরের শেষ পর্যন্ত 11 হাজার 876 থেকে বেড়ে 73 হাজার 140 হয় ৷ 2014 সালের 31 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত NPA অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2,08,035 থেকে 6,17,306 ৷ ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে NPA অ্যাকাউন্টের সংখ্যা 2014 সালের মার্চ থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বেড়েছে 8,068.05 থেকে 32,561.26 কোটি ৷

NPA অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিয়েছেন সমাজকর্মী সুজিত স্বামী ৷ RTI - এর সেই তথ্য অনুযায়ী, রাজ্যের ঋণদাতারা SMS সতর্কতা পরিষেবা ফি, ন্যূনতম ব্যালেন্স চার্জ, লকার চার্জ, ডেবিট-ক্রেডিট কার্ড, পরিষেবা চার্জ, বহির্মুখী, অভ্যন্তরীণ বিভিন্ন চার্জ থেকে প্রচুর পরিমাণে আয় করেছেন । ব্যাঙ্ক অফ বরোদা 1 এপ্রিল, 2018 থেকে 29 ফেব্রুয়ারী, 2020 পর্যন্ত SMS সতর্কতা ফিয়ের মাধ্যমে 107.7 কোটি টাকা আয় করেছে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক মোট 21 কোটি টাকা সংগ্রহ করেছে ৷

এবিষয়ে সুজিত স্বামী বলেন, " RTI করার উদ্দেশ্য ছিল 2014 থেকে 2020 সালের মধ্যে দুটি জাতীয় ব্যাঙ্কের NPA - এর পরিমাণ পাওয়া । " তিনি বলেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে একই তথ্য চেয়েছেন ৷ তবে, তারা এখনও এই তথ্য দিতে পারেনি ।

কোটা (রাজস্থান), 3 মে : ব্যাঙ্ক অফ বরোদার অনুৎপাদক সম্পদ সম্পদ বেড়েছে ছয়গুণ ৷ মোট 73 হাজার 140 কোটি টাকা ৷ অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পদ বেড়েছে চারগুণ ৷ যা মোট বেড়ে হয়েছে 32 হাজের 561 .26 কোটি । বিগত 6 বছরে এই প্রথম এতগুণ বাড়ল ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পদ ৷ জানাল তথ্য অধিকার দপ্তর ৷

RTI - এর দেওয়া তথ্য অনুসারে, ব্যাঙ্ক অফ বরোদার (BOB) NPA 2014 মার্চের শেষ থেকে 2019 ডিসেম্বরের শেষ পর্যন্ত 11 হাজার 876 থেকে বেড়ে 73 হাজার 140 হয় ৷ 2014 সালের 31 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত NPA অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 2,08,035 থেকে 6,17,306 ৷ ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে NPA অ্যাকাউন্টের সংখ্যা 2014 সালের মার্চ থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বেড়েছে 8,068.05 থেকে 32,561.26 কোটি ৷

NPA অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিয়েছেন সমাজকর্মী সুজিত স্বামী ৷ RTI - এর সেই তথ্য অনুযায়ী, রাজ্যের ঋণদাতারা SMS সতর্কতা পরিষেবা ফি, ন্যূনতম ব্যালেন্স চার্জ, লকার চার্জ, ডেবিট-ক্রেডিট কার্ড, পরিষেবা চার্জ, বহির্মুখী, অভ্যন্তরীণ বিভিন্ন চার্জ থেকে প্রচুর পরিমাণে আয় করেছেন । ব্যাঙ্ক অফ বরোদা 1 এপ্রিল, 2018 থেকে 29 ফেব্রুয়ারী, 2020 পর্যন্ত SMS সতর্কতা ফিয়ের মাধ্যমে 107.7 কোটি টাকা আয় করেছে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক মোট 21 কোটি টাকা সংগ্রহ করেছে ৷

এবিষয়ে সুজিত স্বামী বলেন, " RTI করার উদ্দেশ্য ছিল 2014 থেকে 2020 সালের মধ্যে দুটি জাতীয় ব্যাঙ্কের NPA - এর পরিমাণ পাওয়া । " তিনি বলেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে একই তথ্য চেয়েছেন ৷ তবে, তারা এখনও এই তথ্য দিতে পারেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.