ETV Bharat / bharat

কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে বাধা রইল না, বললেন BJP বিধায়ক - Bikram Shaini

370 বিলোপের গুরুত্ব বোঝাতে গিয়ে উত্তরপ্রদেশের খাতাউলির BJP বিধায়ক বিক্রম সাইনি বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে 370 ধারা বিলোপ উদযাপন অনুষ্ঠানে এমনই একটি মন্তব্য করেন তিনি ৷

বিজেপি এমএলএ
author img

By

Published : Aug 7, 2019, 10:45 PM IST

লখনউ, 7 অগাস্ট : 370 ধারা প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে বিতর্কে জড়ালেন এক BJP বিধায়ক ৷ তিনি বলেন, কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে আর বাধা রইল না ৷

কেন্দ্র কেন জম্মু ও কাশ্মীরকে এতটা গুরুত্ব দিল, কেনই বা বিশেষ মর্যাদা হারাল এই রাজ্য, পরিণত হল কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ এই কথাগুলোই বোঝাচ্ছিলেন উত্তরপ্রদেশের খাতাউলির BJP বিধায়ক বিক্রম সাইনি৷ এর মধ্যে তিনি উল্লেখ করলেন, ''দলীয় কর্মীরা এবার কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন ৷''

তিনি 370 বিলোপের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে 370 ধারা বিলোপ উদযাপন অনুষ্ঠানে এমনই একটি মন্তব্য করেন তিনি ৷

তাঁর কথায়, দলীয় কর্মীদের মধ্যে যাঁরা অবিবাহিত, তাঁরা চাইলে সেখানে গিয়ে বিয়ে করতে পারবেন ৷ কাশ্মীরে বিয়ে করতে কোনও বাধা নেই ৷ তিনি বলেন, হিন্দু হোক কিংবা মুসলিম সারা দেশজুড়ে এই 370 ধারা বিলোপ নিয়ে উদযাপনে সামিল প্রত্যেকেই৷ কাশ্মীরের মানুষের মুক্তির উৎসব হিসেবে তিনি উল্লেখ করেন দিনটিকে ৷

তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাধে ৷ তবে নিজের বক্তব্যে অনড় ওই বিধায়ক বলেন, তিনি যা বলেছেন তাতে আপত্তিকর কিছু নেই ৷

লখনউ, 7 অগাস্ট : 370 ধারা প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে বিতর্কে জড়ালেন এক BJP বিধায়ক ৷ তিনি বলেন, কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে আর বাধা রইল না ৷

কেন্দ্র কেন জম্মু ও কাশ্মীরকে এতটা গুরুত্ব দিল, কেনই বা বিশেষ মর্যাদা হারাল এই রাজ্য, পরিণত হল কেন্দ্রশাসিত অঞ্চলে ৷ এই কথাগুলোই বোঝাচ্ছিলেন উত্তরপ্রদেশের খাতাউলির BJP বিধায়ক বিক্রম সাইনি৷ এর মধ্যে তিনি উল্লেখ করলেন, ''দলীয় কর্মীরা এবার কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন ৷''

তিনি 370 বিলোপের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ''BJP কর্মীরা চাইলে কাশ্মীরে জমি কিনতে পারবেন, বিয়েও করতে পারবেন ফর্সা মেয়েদের ৷'' মঙ্গলবার মুজফফরনগরে 370 ধারা বিলোপ উদযাপন অনুষ্ঠানে এমনই একটি মন্তব্য করেন তিনি ৷

তাঁর কথায়, দলীয় কর্মীদের মধ্যে যাঁরা অবিবাহিত, তাঁরা চাইলে সেখানে গিয়ে বিয়ে করতে পারবেন ৷ কাশ্মীরে বিয়ে করতে কোনও বাধা নেই ৷ তিনি বলেন, হিন্দু হোক কিংবা মুসলিম সারা দেশজুড়ে এই 370 ধারা বিলোপ নিয়ে উদযাপনে সামিল প্রত্যেকেই৷ কাশ্মীরের মানুষের মুক্তির উৎসব হিসেবে তিনি উল্লেখ করেন দিনটিকে ৷

তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাধে ৷ তবে নিজের বক্তব্যে অনড় ওই বিধায়ক বলেন, তিনি যা বলেছেন তাতে আপত্তিকর কিছু নেই ৷

New Delhi, 07 Aug (ANI): Congress leader Deepender Singh Hooda joined the club of Congress leaders supporting Centre's move of abrogating Article 370. "My opinion is that in today's situation Article 370 is no more relevant. When the Article was imposed Nehru ji had said that it is temporary. I think for the unity of the country and development of Kashmiris, it is the right decision," said Deepender Singh Hooda. He further added, "I would also like to add that it is the responsibility of the government to include all the mainstream political parties in the procedure. It is necessary to begin the process in an environment of peace. I hope government will take strong steps in this regard."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.