ETV Bharat / bharat

স্যানিটাইজ়ার নয়, মোম জ্বালানোর আগে সাবান, সতর্কবার্তা সেনার - candle

প্রধানমন্ত্রী কোরোনার অন্ধকারকে আবছা করে মোমবাতির আলোয় সবকিছুকে আলোকিত করার কথা বলেছেন। কিন্তু মোমবাতি, প্রদীপ জ্বালানোর আগে মনে রাখুন সেনাবাহিনীর সতর্কবার্তা ৷

Not sanitizer, soap before burning candles
স্যানিটাইজ়ার নয় মোমবাতি জ্বালানোর আগে সাবান
author img

By

Published : Apr 4, 2020, 10:05 PM IST

দিল্লি, 4 এপ্রিল . প্রধানমন্ত্রী পাশে থাকার বার্তা দিয়েছেন। সকলের কাছে, দেশের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাঁরা যেন জোটবদ্ধ হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করেন। কোরোনার অন্ধকারকে আবছা করে মোমবাতির আলোয় সবকিছুকে আলোকিত করার কথা বলেছেন। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, আগামীকাল রাত নটায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য।

কিন্তু প্রধানমন্ত্রী এই আহ্বানের মধ্যেই কোথায় যেন একটা সতর্কতার প্রতিধ্বনিও রয়েছে । না মোমবাতি জ্বালানো নিয়ে কোনও সতর্কতা আসেনি দেশের প্রধানের কাছ থেকে। তা এল সেনাবাহিনীর কাছ থেকে। সেনার স্পষ্ট সতর্কবার্তা, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, কিন্তু তা কোনওভাবেই স্যানিটাইজ়ারে জীবাণুমুক্ত হাতে ধরবেন না।

বিশেষ করে যেসব স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা অত্যধিক বেশি।

কিন্তু কেন এমন সর্তকতা? কী ক্ষতি হতে পারে?

অ্যালকোহল অত্যন্ত দাহ্য পদার্থ। আগুনের সামান্যতম সংস্পর্শে এলেই জ্বলে উঠতে পারে, জ্বলে উঠবেই। যদি অ্যালকোহলযুক্ত স্যানিটাইজ়ার হাত শুদ্ধ করে মোমবাতি জ্বালাতে যান, তাহলে যেকোনও সময় হাতে আগুন লেগে যেতে পারে। ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

এসব বিবেচনা করেই, সেনাবাহিনীর আগাম সর্তকতা, স্যানিটাইজ়ার নয় মোমবাতি জ্বালানোর আগে সাবান দিয়ে গোটা হাত ভালো করে ধুয়ে নিন। যাতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজ়ার বিন্দুমাত্র লেশ না থাকে ।

দিল্লি, 4 এপ্রিল . প্রধানমন্ত্রী পাশে থাকার বার্তা দিয়েছেন। সকলের কাছে, দেশের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাঁরা যেন জোটবদ্ধ হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করেন। কোরোনার অন্ধকারকে আবছা করে মোমবাতির আলোয় সবকিছুকে আলোকিত করার কথা বলেছেন। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, আগামীকাল রাত নটায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য।

কিন্তু প্রধানমন্ত্রী এই আহ্বানের মধ্যেই কোথায় যেন একটা সতর্কতার প্রতিধ্বনিও রয়েছে । না মোমবাতি জ্বালানো নিয়ে কোনও সতর্কতা আসেনি দেশের প্রধানের কাছ থেকে। তা এল সেনাবাহিনীর কাছ থেকে। সেনার স্পষ্ট সতর্কবার্তা, মোমবাতি জ্বালান, প্রদীপ জ্বালান, কিন্তু তা কোনওভাবেই স্যানিটাইজ়ারে জীবাণুমুক্ত হাতে ধরবেন না।

বিশেষ করে যেসব স্যানিটাইজ়ারে অ্যালকোহলের মাত্রা অত্যধিক বেশি।

কিন্তু কেন এমন সর্তকতা? কী ক্ষতি হতে পারে?

অ্যালকোহল অত্যন্ত দাহ্য পদার্থ। আগুনের সামান্যতম সংস্পর্শে এলেই জ্বলে উঠতে পারে, জ্বলে উঠবেই। যদি অ্যালকোহলযুক্ত স্যানিটাইজ়ার হাত শুদ্ধ করে মোমবাতি জ্বালাতে যান, তাহলে যেকোনও সময় হাতে আগুন লেগে যেতে পারে। ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

এসব বিবেচনা করেই, সেনাবাহিনীর আগাম সর্তকতা, স্যানিটাইজ়ার নয় মোমবাতি জ্বালানোর আগে সাবান দিয়ে গোটা হাত ভালো করে ধুয়ে নিন। যাতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজ়ার বিন্দুমাত্র লেশ না থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.