দিল্লি, 1 এপ্রিল : কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৷ সিলিন্ডার পিছু 61 টাকা 50 পয়সা থেকে শুরু 65 টাকা পর্যন্ত দাম কমছে ভর্তুকিহীন গ্যাসের দাম ৷ এই নিয়ে টানা দুই মাস দাম কমল রান্নার গ্যাসের ৷ তবে এই পরিবর্তিত মূল্যের সুবিধা এখন শুধুমাত্র দেশের মেট্রো শহরগুলিতেই পাওয়া যাবে ৷
এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত কমল গ্যাসের দাম
- রান্নার গ্যাসের এই পরিবর্তিত মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লিতে 14.2 কেজি ওজনের ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম কমেছে 61 টাকা 50 পয়সা ৷ মুম্বইয়ে দাম কমেছে সিলিন্ডারপিছু 62 টাকা ৷
- এর আগে দিল্লিতে সিলিন্ডারপিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল 805.50 টাকা ৷ পরিবর্তিত পরিস্থিতিতে আজ থেকে প্রতি সিলিন্ডারের পুঃনবীকরণের জন্য দিতে হবে 744 টাকা ৷ মুম্বইয়ে এতদিন ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল 776.50 টাকা ৷ এখন থেকে মুম্বইবাসীদের জন্য সেই দাম কমে হল 714.50 টাকা ৷
- কলকাতায় আগে সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম ছিল 839.50 টাকা ৷ সেই দাম আজ থেকে কমে হল 774.50 টাকা ৷
- দাম কমেছে চেন্নাইতেও ৷ চেন্নাইয়ে এতদিন সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম ছিল 826 টাকা ৷ চেন্নাইয়ের গ্রাহকদের জন্য সেই দাম আজ থেকে কমে হল 761.50 টাকা ৷
বর্তমানে সরকারি ভর্তুকিযুক্ত 14.2 কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার পরিবারপিছু 12 টি করে দেওয়া হয় ৷ অতিরিক্ত রান্নার গ্যাস লাগলে উপভোক্তাদের সেই দাম বাজার দরেই কিনতে হয় ৷ বর্তমানে দেশজুড়ে কোরোনা প্রতিরোধে যে লকডাউন চলছে তার জেরে ইতিমধ্যে বেতন নিয়ে টানাটানি শুরু হয়েছে একাধিক রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ৷ এই পরিস্থিতিতে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের তরফে এই ঘোষণা নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে আমজনতাকে ৷