ETV Bharat / bharat

অপহরণের পর কিশোরীকে 51 দিন ধরে গণধর্ষণ - captivate

51 দিন ধরে 3 জন যুবক মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 8, 2019, 8:27 PM IST

দিল্লি, 8 মে : 51 দিন ধরে 3 জন যুবক মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে । অভিযোগ, একটি ঘরে ওই কিশোরীকে বন্দী করে বারবার তাকে ধর্ষণ করা হয় । সেখান থেকে কোনও ক্রমে পালিয়ে গত মাসের 22 তারিখ ওই কিশোরী নিজের বাড়ি ফিরে আসে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দু'জনকে চিনতে পেরেছে ওই কিশোরী । তারা কিশোরীর প্রতিবেশী । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি । পরে অবশ্য বিষয়টি SP (ক্রাইম)-এর কাছে পৌঁছালে FIR দায়ের করে পুলিশ ।

বাড়ি পৌঁছে কিশোরী পুরো বিষয়টি তার পরিবারকে জানায় । এরপর তার পরিবার তৃতীয়বারের জন্য থানায় অভিযোগ জানাতে যায় । কিন্তু তাদের অভিযোগটি নেওয়া হয়নি । উলটে একটি পেপারে সাইন করতে বলা হয় । পুলিশের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কিশোরীর বাবা 30 এপ্রিল গৌতম বুদ্ধ নগরের SP (ক্রাইম)-কে বিষয়টি লিখিত আকারে জমা দেন ।

ওই কিশোরীর বাবা ছোটু ও সুরজ নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ছোটুর বাড়ি মধ্যপ্রদেশের চাতারপুরে । অন্যদিকে সুরজের বাড়ি মহোবায় । অভিযোগপত্রে ওই কিশোরীর পরিবার জানায়, অভিযুক্ত দুই যুবক তাদের মেয়েকে অপহরণ করে একটি ঘরে বন্দী করে রেখেছিল । সেখানে তাকে 2 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত বারবার ধর্ষণ করা হয় । হুমকি দেওয়া হয়, পালানোর চেষ্টা করলে মেরে ফেলা হবে । তাদের অনুপস্থিতিতে আদিত্য নামে আরও এক যুবক তার উপর নির্যাতন চালাত । আদিত্য 135 নম্বর সেক্টরের বাসিন্দা । বাড়ি বান্দা জেলায় ।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে IPC-এর 376d, 506 নম্বর ধারায় এবং POCSO অ্যাক্টের অধীনে অভিযোগ দায়ের করেছে ।

দিল্লি, 8 মে : 51 দিন ধরে 3 জন যুবক মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে । অভিযোগ, একটি ঘরে ওই কিশোরীকে বন্দী করে বারবার তাকে ধর্ষণ করা হয় । সেখান থেকে কোনও ক্রমে পালিয়ে গত মাসের 22 তারিখ ওই কিশোরী নিজের বাড়ি ফিরে আসে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দু'জনকে চিনতে পেরেছে ওই কিশোরী । তারা কিশোরীর প্রতিবেশী । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি । পরে অবশ্য বিষয়টি SP (ক্রাইম)-এর কাছে পৌঁছালে FIR দায়ের করে পুলিশ ।

বাড়ি পৌঁছে কিশোরী পুরো বিষয়টি তার পরিবারকে জানায় । এরপর তার পরিবার তৃতীয়বারের জন্য থানায় অভিযোগ জানাতে যায় । কিন্তু তাদের অভিযোগটি নেওয়া হয়নি । উলটে একটি পেপারে সাইন করতে বলা হয় । পুলিশের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কিশোরীর বাবা 30 এপ্রিল গৌতম বুদ্ধ নগরের SP (ক্রাইম)-কে বিষয়টি লিখিত আকারে জমা দেন ।

ওই কিশোরীর বাবা ছোটু ও সুরজ নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ছোটুর বাড়ি মধ্যপ্রদেশের চাতারপুরে । অন্যদিকে সুরজের বাড়ি মহোবায় । অভিযোগপত্রে ওই কিশোরীর পরিবার জানায়, অভিযুক্ত দুই যুবক তাদের মেয়েকে অপহরণ করে একটি ঘরে বন্দী করে রেখেছিল । সেখানে তাকে 2 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত বারবার ধর্ষণ করা হয় । হুমকি দেওয়া হয়, পালানোর চেষ্টা করলে মেরে ফেলা হবে । তাদের অনুপস্থিতিতে আদিত্য নামে আরও এক যুবক তার উপর নির্যাতন চালাত । আদিত্য 135 নম্বর সেক্টরের বাসিন্দা । বাড়ি বান্দা জেলায় ।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে IPC-এর 376d, 506 নম্বর ধারায় এবং POCSO অ্যাক্টের অধীনে অভিযোগ দায়ের করেছে ।

Azamgarh (Uttar Pradesh), May 08 (ANI): While speaking to ANI on the 'tigadi' of Bhojpuri actors contesting in Lok Sabha elections, actor-turned-politician Dinesh Lal Yadav, better known as Nirahua, said that all of three them will win. He said, "All three of us will win. The reason behind it isn't that we are very capable, we'll win because we're with the truth and with what public wants. The public wants Modi ji as the PM."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.