ETV Bharat / bharat

জ্বালানি মুক্ত সমাজের স্বপ্ন দেখিয়ে রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর - Chemistry

লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন নিয়ে গবেষণার জন্যই নোবেল পেলেন তিন রসায়নবিদ্ । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আজ নোবেল জয়ী হিসেবে এই তিন রসায়নবিদের নাম ঘোষণা করা হয় ।

নোবেল
author img

By

Published : Oct 9, 2019, 6:50 PM IST

Updated : Oct 9, 2019, 8:40 PM IST

স্টকহোম, 9 অক্টোবর : রসায়নে নোবেল পেলেন অ্যামেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের আকিরা ইয়োশিনো । লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন নিয়ে গবেষণার জন্যই তাঁরা নোবেল পাচ্ছেন । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আজ নোবেল জয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করা হয় । পুরস্কার স্বরূপ 9 মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি সোনার পদক ও ডিপ্লোমা দেওয়া হবে তাঁদের ।

1970-এ তেলের সংকটের সময় স্ট্যানলি হুইটিংহ্যাম লিথিয়াম আয়ন ব্যাটারির বিষয়টি সামনে নিয়ে আসেন । তিনি প্রথম কার্যকরী লিথিয়াম ব্যাটারির তৈরি করেন । এই লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে শক্তি সঞ্চয় করে বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিকে হাতের মুঠোয় এনে দিয়েছিলেন এই তিন রসায়নবিদ । নোবেল পুরস্কার প্রাপ্ত তিন রসায়নবিদের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমির তরফে টুইট করা হয়, 'তাঁরা আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন । নিজেদের কাজের মাধ্যমে এ বছর রসায়নে নোবেল জয়ীরা বেতার ও জ্বালানি মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন ।'

  • The 2019 #NobelPrize in Chemistry has been awarded to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino “for the development of lithium-ion batteries.” pic.twitter.com/LUKTeFhUbg

    — The Nobel Prize (@NobelPrize) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নোবেল কমিটির তরফে বলা হয়, "লিথিয়াম আয়ন ব্যাটারি হালকা, রিচার্জেবল ও শক্তিশালী । এই ব্যাটারি সৌর ও বায়ুশক্তির থেকে উল্লেখযোগ্য পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে । এর ফলে জ্বালানি মুক্ত সমাজ গড়ে তোলার পথ সহজ হবে ।"

স্টকহোম, 9 অক্টোবর : রসায়নে নোবেল পেলেন অ্যামেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের আকিরা ইয়োশিনো । লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন নিয়ে গবেষণার জন্যই তাঁরা নোবেল পাচ্ছেন । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে আজ নোবেল জয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করা হয় । পুরস্কার স্বরূপ 9 মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি সোনার পদক ও ডিপ্লোমা দেওয়া হবে তাঁদের ।

1970-এ তেলের সংকটের সময় স্ট্যানলি হুইটিংহ্যাম লিথিয়াম আয়ন ব্যাটারির বিষয়টি সামনে নিয়ে আসেন । তিনি প্রথম কার্যকরী লিথিয়াম ব্যাটারির তৈরি করেন । এই লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে শক্তি সঞ্চয় করে বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিকে হাতের মুঠোয় এনে দিয়েছিলেন এই তিন রসায়নবিদ । নোবেল পুরস্কার প্রাপ্ত তিন রসায়নবিদের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমির তরফে টুইট করা হয়, 'তাঁরা আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন । নিজেদের কাজের মাধ্যমে এ বছর রসায়নে নোবেল জয়ীরা বেতার ও জ্বালানি মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন ।'

  • The 2019 #NobelPrize in Chemistry has been awarded to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino “for the development of lithium-ion batteries.” pic.twitter.com/LUKTeFhUbg

    — The Nobel Prize (@NobelPrize) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নোবেল কমিটির তরফে বলা হয়, "লিথিয়াম আয়ন ব্যাটারি হালকা, রিচার্জেবল ও শক্তিশালী । এই ব্যাটারি সৌর ও বায়ুশক্তির থেকে উল্লেখযোগ্য পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে । এর ফলে জ্বালানি মুক্ত সমাজ গড়ে তোলার পথ সহজ হবে ।"


New Delhi, Oct 09 (ANI): Congress leader Salman Khurshid in a statement said that biggest problem of Congress is that leader (Rahul Gandhi) has 'walked away'. On his comments, senior Congress leader said, "I have very deep pain and concern about where we are today as a party. No matter what happens we won't leave the party, we aren't like those who got everything from the party and when the chips were down, things were difficult they left the party and walked away. Of course, we are in difficult situation and it needs to be tackled with a sense of urgency." He further said, "We need to know why we are in the state in which we are. Unfortunately despite our earnest pleading Rahul Gandhi decided to step down and resign from the president post. We wanted him to continue but it was his decision and we respect it." He added, "This is perhaps the only time in history that a major defeat has not caused the party to lose confidence in their leader. If he had stayed and was around, we would've understood better the causes of our defeat and be better prepared to fight the battles in coming times."

Last Updated : Oct 9, 2019, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.