ETV Bharat / bharat

সময়ের অভাব, কাশ্মীর সংক্রান্ত মামলা একদিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট - Article 370

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"

সময়ের অভাব, কাশ্মীর সংক্রান্ত মামলা একদিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Sep 30, 2019, 3:10 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর সংক্রান্ত আবেদনগুলির ভিত্তিতে করা মামলা একদিনের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট । এই বিষয়ে আদালত জানায়, আগামীকাল থেকে জম্মু ও কাশ্মীর ও 370 ধারা সংক্রান্ত মামলার শুনানি হবে । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সহ একাধিক বিষয়ে মামলার জন্য গঠিত হয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । এই বেঞ্চের নেতৃত্ব দেবেন বিচারক এন ভি রামানা । সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলি গ্রহণ করবে তার মধ্যে রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা । এছাড়া কাশ্মীরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকে রাখার বিরুদ্ধে আবেদনের শুনানিও হবে এই বেঞ্চের সামনে ।

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা, ন্য্শনাল কনফারেন্স সাংসদ মহম্মদ আকবর লোন ও অবসরপ্রাপ্ত বিচারক হসনেইন মাসুদি । তাঁদের যুক্তি ছিল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক । একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন IAS অফিসার শাহ ফৈজ়ল ও JNU-র ছাত্রনেতা সইলা রশিদ । সবগুলি আবেদনে যৌথ শুনানির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত । সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকের মধ্যে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল । এরপর আজ থেকেই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে ।

দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর সংক্রান্ত আবেদনগুলির ভিত্তিতে করা মামলা একদিনের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট । এই বিষয়ে আদালত জানায়, আগামীকাল থেকে জম্মু ও কাশ্মীর ও 370 ধারা সংক্রান্ত মামলার শুনানি হবে । ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই । আমাদের কাছে সাংবিধানিক বেঞ্চের মামলার (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে । অযোধ্যা মামলার দৈনিক শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার (কাশ্মীর সংক্রান্ত মামলা) জন্য সময় নেই ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সহ একাধিক বিষয়ে মামলার জন্য গঠিত হয় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । এই বেঞ্চের নেতৃত্ব দেবেন বিচারক এন ভি রামানা । সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলি গ্রহণ করবে তার মধ্যে রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা । এছাড়া কাশ্মীরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকে রাখার বিরুদ্ধে আবেদনের শুনানিও হবে এই বেঞ্চের সামনে ।

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা, ন্য্শনাল কনফারেন্স সাংসদ মহম্মদ আকবর লোন ও অবসরপ্রাপ্ত বিচারক হসনেইন মাসুদি । তাঁদের যুক্তি ছিল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক । একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন IAS অফিসার শাহ ফৈজ়ল ও JNU-র ছাত্রনেতা সইলা রশিদ । সবগুলি আবেদনে যৌথ শুনানির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত । সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকের মধ্যে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল । এরপর আজ থেকেই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে ।

Rewa (Madhya Pradesh), Sep 30 (ANI): Bharatiya Janata Party MP from Rewa Janardan Mishra threatened an IAS Officer in a gathering held in MP's Rewa. Mishra blamed the officer for corruption. This was not the first time that Janardan Mishra gave any controversial comment or speech.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.