ETV Bharat / bharat

দেশে মন্দা নেই বলেই কুর্তার বদলে কোট পরছে মানুষ, বলছেন BJP সাংসদ

দেশের অর্থনীতি ভালো বলে সওয়াল করেছেন অনেক BJP নেতাই । এবার সেই পথে হাঁটলেন BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত । দিলেন নতুন যুক্তি ।

author img

By

Published : Feb 10, 2020, 5:42 AM IST

Updated : Feb 10, 2020, 6:41 AM IST

দেশে মন্দা নেই
দেশে মন্দা নেই

বালিয়া(উত্তরপ্রদেশ), ১০ ফেব্রুয়ারি : দেশের অর্থনীতির অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা । বাজেট পেশের পর তা আরও সপ্তমে উঠেছে । কারও কারও মতে, দেশের অর্থনীতি ICU-তে ছিলই । বাজেটের পর তা ভেন্টিলেশনে চলে গেছে । এদিকে দেশের অর্থনীতিকে ভালো দেখাতে মরিয়া BJP নেতারা । সেরকমই একজন BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত । তাঁর যুক্তি অনুযায়ী, কুর্তা ও ধুতির পরিবর্তে কোট ও জ্যাকেট পরাই বুঝিয়ে দেয় যে দেশে কোনও মন্দা নেই ।

এক জনসভায় যোগ দিয়ে এই BJP সাংসদ বলেন, "দিল্লি ও বিশ্বে মন্দা নিয়ে আলোচনা চলছে । যদি মন্দা চলত তাহলে আমরা এখানে কুর্তা ও ধুতি পরে আসতাম । কোট বা জ্যাকেট পরে নয় । যদি মন্দা চলত তাহলে আমরা প্যান্ট, পাজামা কিনতাম না ।"

BJP MP
BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত

আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের রিপোর্ট মানতে চাননি অনেক BJP নেতাই । এই রিপোর্টগুলিকে গুরুত্ব না দিয়ে দেশের অর্থনীতিকে ভালো প্রমাণের চেষ্টা করেছিলেন অনেকে । যেমন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ । গত বছর ২ অক্টোবর তিনটি হিন্দি সিনেমার ১২০ কোটির ব্যবসা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছিলেন, অর্থনীতি যদি ভালো না হয় তাহলে তিনটি সিনেমার পক্ষে একই দিনে এই ব্যবসা করা কী করে সম্ভব ?

এবার রবিশংকর প্রসাদের পথে হাঁটলেন আর এক BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্তও । অর্থনীতিকে ভালো বলার সঙ্গে সঙ্গে খাঁড়া করলেন নতুন যুক্তি ।

বালিয়া(উত্তরপ্রদেশ), ১০ ফেব্রুয়ারি : দেশের অর্থনীতির অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছে বিরোধীরা । বাজেট পেশের পর তা আরও সপ্তমে উঠেছে । কারও কারও মতে, দেশের অর্থনীতি ICU-তে ছিলই । বাজেটের পর তা ভেন্টিলেশনে চলে গেছে । এদিকে দেশের অর্থনীতিকে ভালো দেখাতে মরিয়া BJP নেতারা । সেরকমই একজন BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত । তাঁর যুক্তি অনুযায়ী, কুর্তা ও ধুতির পরিবর্তে কোট ও জ্যাকেট পরাই বুঝিয়ে দেয় যে দেশে কোনও মন্দা নেই ।

এক জনসভায় যোগ দিয়ে এই BJP সাংসদ বলেন, "দিল্লি ও বিশ্বে মন্দা নিয়ে আলোচনা চলছে । যদি মন্দা চলত তাহলে আমরা এখানে কুর্তা ও ধুতি পরে আসতাম । কোট বা জ্যাকেট পরে নয় । যদি মন্দা চলত তাহলে আমরা প্যান্ট, পাজামা কিনতাম না ।"

BJP MP
BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্ত

আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের রিপোর্ট মানতে চাননি অনেক BJP নেতাই । এই রিপোর্টগুলিকে গুরুত্ব না দিয়ে দেশের অর্থনীতিকে ভালো প্রমাণের চেষ্টা করেছিলেন অনেকে । যেমন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ । গত বছর ২ অক্টোবর তিনটি হিন্দি সিনেমার ১২০ কোটির ব্যবসা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছিলেন, অর্থনীতি যদি ভালো না হয় তাহলে তিনটি সিনেমার পক্ষে একই দিনে এই ব্যবসা করা কী করে সম্ভব ?

এবার রবিশংকর প্রসাদের পথে হাঁটলেন আর এক BJP সাংসদ বীরেন্দ্র সিং মস্তও । অর্থনীতিকে ভালো বলার সঙ্গে সঙ্গে খাঁড়া করলেন নতুন যুক্তি ।

Gorakhpur (UP), Feb 09 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath attended golden jubilee celebration of Mahatma Gandhi PG College Gorakhpur on February 09. Gorakhpur MP Ravi Kishan was also present during the celebrations.
Last Updated : Feb 10, 2020, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.