ETV Bharat / bharat

"গিলগিট ও বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হতে থাকলে পাকিস্তান টুকরো হয়ে যাবে"

আজ পটনায় এক জনসভা থেকে কাশ্মীর ইশু নিয়ে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । পাশাপাশি গিলগিট ও বালোচ প্রদেশের বাসিন্দাদের মানবাধিকার এভাবেই লঙ্ঘিত হতে থাকলে পাকিস্তান টুকরো হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি ৷

রাজনাথ
author img

By

Published : Sep 22, 2019, 4:32 PM IST

পটনা, 22 সেপ্টেম্বর : 1965 ও 1971 থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের । আজ পটনার এক জনসভা থেকে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আজ তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এসে সেখানকার বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করছেন । ওরা ভয় পেয়েছে । ভয় পাওয়া ভালো । কারণ অনুপ্রবেশের চেষ্টা যে করবে সে আর পাকিস্তানে ফিরতে পারবে না । তাদের 1965 ও 1971 সালের ভুলের পুনরাবৃত্তি থেকে সাবধান থাকা উচিত ।"

আজ কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎস সেখানে লাগু থাকা 370 ধারা ও অনুচ্ছেদ 35 A । এরজন্য এত বছর ধরে কাশ্মীরে রক্ত ঝড়েছে । আমরা দেখতে চাই পাকিস্তানের আর কত ক্ষমতা আছে । দেখি পাকিস্তান আর কটা জঙ্গিকে জন্ম দিতে পারে?"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে কাশ্মীরিদের মানবাধিকার থেকে বঞ্চিত করছে ভারত । এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও হলফনামা জমা দেয় তারা । তবে এই বিষয়ে পাকিস্তানকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিলেন রাজনাথ সিং । তিনি গিলগিট এজেন্সি ও বালোচিস্তানের উদাহরণ টেনে বলেন, "তাদের(পাকিস্তান) পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তা করা উচিত । ক্রমাগত গিলগিট ও বালোচ প্রদেশের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত করছে পাকিস্তান । যদি এরকম চলতে থাকে তবে পাকিস্তানের টুকরো হওয়া কেউ রুখতে পারবে না ।"

পটনা, 22 সেপ্টেম্বর : 1965 ও 1971 থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের । আজ পটনার এক জনসভা থেকে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আজ তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এসে সেখানকার বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করছেন । ওরা ভয় পেয়েছে । ভয় পাওয়া ভালো । কারণ অনুপ্রবেশের চেষ্টা যে করবে সে আর পাকিস্তানে ফিরতে পারবে না । তাদের 1965 ও 1971 সালের ভুলের পুনরাবৃত্তি থেকে সাবধান থাকা উচিত ।"

আজ কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎস সেখানে লাগু থাকা 370 ধারা ও অনুচ্ছেদ 35 A । এরজন্য এত বছর ধরে কাশ্মীরে রক্ত ঝড়েছে । আমরা দেখতে চাই পাকিস্তানের আর কত ক্ষমতা আছে । দেখি পাকিস্তান আর কটা জঙ্গিকে জন্ম দিতে পারে?"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে কাশ্মীরিদের মানবাধিকার থেকে বঞ্চিত করছে ভারত । এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও হলফনামা জমা দেয় তারা । তবে এই বিষয়ে পাকিস্তানকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিলেন রাজনাথ সিং । তিনি গিলগিট এজেন্সি ও বালোচিস্তানের উদাহরণ টেনে বলেন, "তাদের(পাকিস্তান) পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তা করা উচিত । ক্রমাগত গিলগিট ও বালোচ প্রদেশের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত করছে পাকিস্তান । যদি এরকম চলতে থাকে তবে পাকিস্তানের টুকরো হওয়া কেউ রুখতে পারবে না ।"

Shivamogga (Karnataka), Sep 22 (ANI): To encourage reading habits among students, a university has created a Green library in campus in Karnataka's Shivamogga. It helps students devote more time in reading books, journals. "This idea will help the students to read in an interactive environment. We have developed it with an idea that this will encourage students to interact with each other. They will learn more in a healthy environment. The students while interacting will develop their own thoughts. Students should not feel the pressure but they should study with an aim of learning," Prof, BP Veerabhadrappa, Vice-Chancellor of Kuvempu University told ANI. The park facilitates free Wi-Fi to access e-library and other books borrowed from general library amid tight security in order to preserve the park. The tall trees, ponds and other things in the park provide a beautiful atmosphere to the children for enjoying time with nature while acquiring knowledge from books.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.