পটনা, 22 সেপ্টেম্বর : 1965 ও 1971 থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের । আজ পটনার এক জনসভা থেকে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আজ তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এসে সেখানকার বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করছেন । ওরা ভয় পেয়েছে । ভয় পাওয়া ভালো । কারণ অনুপ্রবেশের চেষ্টা যে করবে সে আর পাকিস্তানে ফিরতে পারবে না । তাদের 1965 ও 1971 সালের ভুলের পুনরাবৃত্তি থেকে সাবধান থাকা উচিত ।"
আজ কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎস সেখানে লাগু থাকা 370 ধারা ও অনুচ্ছেদ 35 A । এরজন্য এত বছর ধরে কাশ্মীরে রক্ত ঝড়েছে । আমরা দেখতে চাই পাকিস্তানের আর কত ক্ষমতা আছে । দেখি পাকিস্তান আর কটা জঙ্গিকে জন্ম দিতে পারে?"
এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে কাশ্মীরিদের মানবাধিকার থেকে বঞ্চিত করছে ভারত । এই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও হলফনামা জমা দেয় তারা । তবে এই বিষয়ে পাকিস্তানকে আত্মসমীক্ষা করার পরামর্শ দিলেন রাজনাথ সিং । তিনি গিলগিট এজেন্সি ও বালোচিস্তানের উদাহরণ টেনে বলেন, "তাদের(পাকিস্তান) পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তা করা উচিত । ক্রমাগত গিলগিট ও বালোচ প্রদেশের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত করছে পাকিস্তান । যদি এরকম চলতে থাকে তবে পাকিস্তানের টুকরো হওয়া কেউ রুখতে পারবে না ।"