ETV Bharat / bharat

এবার চিন থেকে বৈদ্যুতিন যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা - No Power Equipment Imports

কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের নির্দেশ , ভারতীয় সংস্থাগুলির চিন থেকে বিদ্যুৎ সরবরাহের সরঞ্জাম ও উপাদানের আমদানির জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে ৷ অনুমতির জন্য ওই সরঞ্জামগুলি থেকে কোনওরকম সাইবার ক্ষেত্রে ঝুঁকি আছে কি না তা সরকারের তরফে খতিয়ে দেখা হবে ৷

No Power Equipment Imports, China May Use it As "Trojan Horse": Minister
চিন থেকে বৈদ্যুতিন সরঞ্জামের আমদানি প্রভাব ফেলতে পারে জাতীয় সুরক্ষায় , বললেন কেন্দ্রীয় মন্ত্রী R K সিং
author img

By

Published : Jul 3, 2020, 4:43 PM IST

দিল্লি, 3 জুলাই : অ্যাপের পর এবার বৈদ্যুতিন যন্ত্রাংশ ৷

চিন থেকে বৈদ্যুতিন যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার ৷ আজ এ কথা জানালেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী রাজকুমার সিং ওরফে আর কে সিং ৷ তবে, এর জন্য দেশের বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই দাবি করেছেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিললে তবেই চিন থেকে বৈদ্যুতিন সরঞ্জাম আমদানি শুরু করা যাবে ৷

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের নির্দেশ অনুসারে, দেশীয় সংস্থাগুলি চিন থেকে বিদ্যুৎ সরবরাহের সরঞ্জামগুলির আমদানির জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন হবে ৷ অনুমতি পাওয়ার আগে , ওই সরঞ্জামগুলি থেকে কোনওরকম সাইবার ক্ষেত্রে ঝুঁকি আছে কি না তা সরকারের তরফে খতিয়ে দেখা হবে ৷ চিনা সরঞ্জামকে তিনি ‘ট্রোজান হর্স’ ভাইরাস হিসেবে ব্যাখ্যা করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রীর আশঙ্কা, যে ভাবে ‘ট্রোজান হর্স’ কম্পিউটারের ক্ষতি করে, গোপন তথ্য হাতিয়ে নেয়, সেভাবেই চিনে তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম দেশের অনেক গোপন তথ্য হাতিয়ে নিতে পারে ৷

আজ কেন্দ্রের শক্তি মন্ত্রকের সম্মেলনে সভাপতিত্ব করতে আসেন আর কে সিং ৷ সেখানে তিনি বলেন, " আমাদের দেশে সব কিছু তৈরি করা হয় । এ বছর ভারত বিদেশ থেকে মোট 71 হাজার কোটি টাকার বিদ্যুতের সরঞ্জাম আমদানি করেছিল ৷ যার মধ্যে 21 হাজার কোটির সরঞ্জামই আনা হয়েছিল চিন থেকে ৷ " এর পরই তাঁর সংযোজন, "চিন ও পাকিস্তানের থেকে কিছু আমদানি করা হবে না ৷ "

দিল্লি, 3 জুলাই : অ্যাপের পর এবার বৈদ্যুতিন যন্ত্রাংশ ৷

চিন থেকে বৈদ্যুতিন যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার ৷ আজ এ কথা জানালেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী রাজকুমার সিং ওরফে আর কে সিং ৷ তবে, এর জন্য দেশের বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই দাবি করেছেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করেছেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিললে তবেই চিন থেকে বৈদ্যুতিন সরঞ্জাম আমদানি শুরু করা যাবে ৷

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের নির্দেশ অনুসারে, দেশীয় সংস্থাগুলি চিন থেকে বিদ্যুৎ সরবরাহের সরঞ্জামগুলির আমদানির জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন হবে ৷ অনুমতি পাওয়ার আগে , ওই সরঞ্জামগুলি থেকে কোনওরকম সাইবার ক্ষেত্রে ঝুঁকি আছে কি না তা সরকারের তরফে খতিয়ে দেখা হবে ৷ চিনা সরঞ্জামকে তিনি ‘ট্রোজান হর্স’ ভাইরাস হিসেবে ব্যাখ্যা করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রীর আশঙ্কা, যে ভাবে ‘ট্রোজান হর্স’ কম্পিউটারের ক্ষতি করে, গোপন তথ্য হাতিয়ে নেয়, সেভাবেই চিনে তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম দেশের অনেক গোপন তথ্য হাতিয়ে নিতে পারে ৷

আজ কেন্দ্রের শক্তি মন্ত্রকের সম্মেলনে সভাপতিত্ব করতে আসেন আর কে সিং ৷ সেখানে তিনি বলেন, " আমাদের দেশে সব কিছু তৈরি করা হয় । এ বছর ভারত বিদেশ থেকে মোট 71 হাজার কোটি টাকার বিদ্যুতের সরঞ্জাম আমদানি করেছিল ৷ যার মধ্যে 21 হাজার কোটির সরঞ্জামই আনা হয়েছিল চিন থেকে ৷ " এর পরই তাঁর সংযোজন, "চিন ও পাকিস্তানের থেকে কিছু আমদানি করা হবে না ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.