ETV Bharat / bharat

নাগরিকত্ব প্রমাণে জন্মতারিখ বা জন্মস্থানের নথি থাকলেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রক - স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র

স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র আজ এই প্রসঙ্গে তথ্য জানিয়ে টুইট করেন । তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্বের প্রমাণস্বরূপ কী কী নথি গ্রহণযোগ্য হবে তার একটা তালিকা প্রকাশ করা হবে । বেশ কিছু নথির উল্লেখ থাকবে সেখানে ।'

স্বরাষ্ট্রমন্ত্রক
স্বরাষ্ট্রমন্ত্রক
author img

By

Published : Dec 20, 2019, 10:34 PM IST

দিল্লি , 20 ডিসেম্বর : নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি ৷ জানাল স্বরাষ্ট্রমন্ত্রক । কোনও নাগরিক প্রয়োজনে দুই তথ্যের নথিই জমা করতে পারেন ।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র আজ এই প্রসঙ্গে তথ্য জানিয়ে টুইট করেন । তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্বের প্রমাণস্বরূপ কী কী নথি গ্রহণযোগ্য হবে তার একটা তালিকা প্রকাশ করা হবে । বেশ কিছু নথির উল্লেখ থাকবে সেখানে । নিশ্চিত করা হবে যাতে কোনও নাগরিককেই হেনস্থার মুখে না পড়তে হয় । অসুবিধার সম্মুখীন না হতে হয় । ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত নথিই যথেষ্ট । '

এই বিষয়ে তিনি আরও একটি টুইট করেন ৷ যেখানে বলেন, 'যেসব নিরক্ষর নাগরিকদের কাছে কোনও নথি নেই , কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় জন প্রতিনিধির স্বাক্ষরিত পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ স্বরূপ গণ্য করতে পারে । '

মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা ভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে ।" তাই নিয়ে বিতর্ক শুরু হয় । এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ । আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । অসম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে । প্রতিবাদ হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে । উত্তরপ্রদেশে আজ পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার মৃত্যু হয়েছে একজনের ।

দিল্লি , 20 ডিসেম্বর : নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি ৷ জানাল স্বরাষ্ট্রমন্ত্রক । কোনও নাগরিক প্রয়োজনে দুই তথ্যের নথিই জমা করতে পারেন ।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র আজ এই প্রসঙ্গে তথ্য জানিয়ে টুইট করেন । তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্বের প্রমাণস্বরূপ কী কী নথি গ্রহণযোগ্য হবে তার একটা তালিকা প্রকাশ করা হবে । বেশ কিছু নথির উল্লেখ থাকবে সেখানে । নিশ্চিত করা হবে যাতে কোনও নাগরিককেই হেনস্থার মুখে না পড়তে হয় । অসুবিধার সম্মুখীন না হতে হয় । ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত নথিই যথেষ্ট । '

এই বিষয়ে তিনি আরও একটি টুইট করেন ৷ যেখানে বলেন, 'যেসব নিরক্ষর নাগরিকদের কাছে কোনও নথি নেই , কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় জন প্রতিনিধির স্বাক্ষরিত পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ স্বরূপ গণ্য করতে পারে । '

মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা ভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে ।" তাই নিয়ে বিতর্ক শুরু হয় । এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ । আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । অসম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে । প্রতিবাদ হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে । উত্তরপ্রদেশে আজ পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার মৃত্যু হয়েছে একজনের ।

Thiruvananthapuram (Kerala), Dec 20 (ANI): Kerala Union of Working Journalists (KUWJ) took out protest march against Citizenship Amendment Act (CAA) in Thiruvananthapuram on December 20. Thousands of journalists participated in the protest. Nation-wide protests intensified after implementation of the new Citizenship Act.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.