ETV Bharat / bharat

হিংসাত্মক মন্তব্যের জন্য এখনই FIR নয়, হাইকোর্টে দিল্লি পুলিশ - সিএএ বিরোধী প্রতিবাদ ২০২০

যারা হিংসাত্মক মন্তব্য করেছিল, তাদের বিরুদ্ধে FIR দায়েরের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । আজ হাইকোর্টে দিল্লি পুলিশ জানায় যে, হিংসাত্মক মন্তব্যের জন্য FIR দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে তারা ।

delhi police
delhi police
author img

By

Published : Feb 27, 2020, 6:27 PM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি : হিংসাত্মক মন্তব্যের জন্য এখন কারও বিরুদ্ধে FIR দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে তারা । আজ দিল্লি হাইকোর্টে একথা জানাল দিল্লি পুলিশ । কারণ হিসেবে তারা জানায়, এই মুহূর্তে দিল্লিতে শান্তি ফিরিয়ে আনতে তা সাহায্য করবে না । উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 48টি FIR দায়ের করা হয়েছে ।

রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ চলছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 । জখম প্রায় 250 । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । গতকাল সেই আবেদনের শুনানির সময় BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আদালতে দেখানো হয় । বিচারপতি এস মুরলীধরের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেছিলেন, "সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন FIR দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । "

এরপরই রাতারাতি বদলি করা হয় বিচারপতি এস মুরলীধরকে । সুপ্রিম কোর্টের কলেজ়িয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

আজ বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি সি হরিশংকরের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । গতকালের আদেশের উত্তর দেয় দিল্লি পুলিশ । তাদের তরফে জানানো হয়, হিংসাত্মক বক্তব্যের জন্য এখনই কোনও FIR দায়ের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ এই পদক্ষেপ দিল্লির পরিস্থিতিতে এই মুহূর্তে কোনও প্রভাব ফেলবে না । হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে যদি FIR দায়ের করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে বলেও আদালতে জানায় তারা।

  • Delhi Police tells High Court that in a conscious decision, they've decided not to file an FIR for hate speech against anyone at this stage as it won't help in restoring peace&normalcy in Delhi. Delhi Police says they have filed 48 FIRs in the North East Delhi violence case.

    — ANI (@ANI) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, "আবেদনকারীরা তিনজনের হিংসাত্মক বক্তব্যের কথা উল্লেখ করেছেন । কিন্তু এই কয়েকটি ছাড়াও আরও অনেকে হিংসাত্মক মন্তব্য করেছেন ।"

তুষার মেহতা ভারত সরকারকে এই মামলার পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন করেন । তার প্রেক্ষিতে কেন্দ্রকে এই মামলার একটি পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেয় আদালত । 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।

রাতারাতি বিচারপতি বদল নিয়ে তরজায় কেন্দ্র-বিরোধীরা

দিল্লি, 27 ফেব্রুয়ারি : হিংসাত্মক মন্তব্যের জন্য এখন কারও বিরুদ্ধে FIR দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে তারা । আজ দিল্লি হাইকোর্টে একথা জানাল দিল্লি পুলিশ । কারণ হিসেবে তারা জানায়, এই মুহূর্তে দিল্লিতে শান্তি ফিরিয়ে আনতে তা সাহায্য করবে না । উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 48টি FIR দায়ের করা হয়েছে ।

রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ চলছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 । জখম প্রায় 250 । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । গতকাল সেই আবেদনের শুনানির সময় BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আদালতে দেখানো হয় । বিচারপতি এস মুরলীধরের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেছিলেন, "সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন FIR দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । "

এরপরই রাতারাতি বদলি করা হয় বিচারপতি এস মুরলীধরকে । সুপ্রিম কোর্টের কলেজ়িয়ামের সুপারিশ মেনে বুধবার রাতে বিচারপতি মুরলীধরকে বদলি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাঝরাতে জারি হয় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ।

আজ বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি সি হরিশংকরের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । গতকালের আদেশের উত্তর দেয় দিল্লি পুলিশ । তাদের তরফে জানানো হয়, হিংসাত্মক বক্তব্যের জন্য এখনই কোনও FIR দায়ের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ এই পদক্ষেপ দিল্লির পরিস্থিতিতে এই মুহূর্তে কোনও প্রভাব ফেলবে না । হিংসাত্মক বক্তব্যের বিরুদ্ধে যদি FIR দায়ের করতে হয় সেক্ষেত্রে সময় লাগবে বলেও আদালতে জানায় তারা।

  • Delhi Police tells High Court that in a conscious decision, they've decided not to file an FIR for hate speech against anyone at this stage as it won't help in restoring peace&normalcy in Delhi. Delhi Police says they have filed 48 FIRs in the North East Delhi violence case.

    — ANI (@ANI) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, "আবেদনকারীরা তিনজনের হিংসাত্মক বক্তব্যের কথা উল্লেখ করেছেন । কিন্তু এই কয়েকটি ছাড়াও আরও অনেকে হিংসাত্মক মন্তব্য করেছেন ।"

তুষার মেহতা ভারত সরকারকে এই মামলার পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন করেন । তার প্রেক্ষিতে কেন্দ্রকে এই মামলার একটি পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেয় আদালত । 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।

রাতারাতি বিচারপতি বদল নিয়ে তরজায় কেন্দ্র-বিরোধীরা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.