দিল্লি, ৪ ফেব্রুয়ারি : দেশের একাধিক জায়গায় NRC, CAA-এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে । এর মাঝেই তা কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বললেও কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশজুড়ে NRC কার্যকর নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি । আর আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার ।
ডিসেম্বরেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । আর তারপর থেকেই CAA ও NRC-র বিরোধিতায় দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ । পথে নেমেছে বিরোধীরা । একাধিক জায়গায় সভা, মিছিল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এর মাঝেই জোর গলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি রাজ্যেই NRC চালু হবে । ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তা নিয়ে সময়সীমাও বেঁধে দেন তিনি । বলেছিলেন ২০২৪-এর মধ্যেই দেশজুড়ে NRC কার্যকর হবে । কিন্তু, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেন, এনিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনাই হয়নি ।শুধু তাই নয়, তিনি এও বলেছিলেন ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে NRC চালু নিয়ে কোনও আলোচনাই হয়নি । সুপ্রিম কোর্টের নির্দেশে এটি অসমে চালু হওয়ার পরই তা আলোচনার কেন্দ্রে আসে ।
এরপরই বিরোধীদের অনেকেই প্রশ্ন তোলে, তাহলে কে মিথ্যা বলছেন, মোদি না অমিত শাহ ? কেন্দ্রের তরফে সরাসরি বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলা হচ্ছিল না । আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের লিখিত বিবৃতি দেন । যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রতিফলিত হল ।