ETV Bharat / bharat

দেশজুড়ে NRC কার্যকর নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, সংসদে জানাল কেন্দ্র - Narendra Modi

আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার  ।

parliament
সংসদ
author img

By

Published : Feb 4, 2020, 1:24 PM IST

দিল্লি, ৪ ফেব্রুয়ারি : দেশের একাধিক জায়গায় NRC, CAA-এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে । এর মাঝেই তা কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বললেও কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশজুড়ে NRC কার্যকর নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি । আর আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার ।

ডিসেম্বরেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । আর তারপর থেকেই CAA ও NRC-র বিরোধিতায় দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ । পথে নেমেছে বিরোধীরা । একাধিক জায়গায় সভা, মিছিল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এর মাঝেই জোর গলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি রাজ্যেই NRC চালু হবে । ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তা নিয়ে সময়সীমাও বেঁধে দেন তিনি । বলেছিলেন ২০২৪-এর মধ্যেই দেশজুড়ে NRC কার্যকর হবে । কিন্তু, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেন, এনিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনাই হয়নি ।শুধু তাই নয়, তিনি এও বলেছিলেন ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে NRC চালু নিয়ে কোনও আলোচনাই হয়নি । সুপ্রিম কোর্টের নির্দেশে এটি অসমে চালু হওয়ার পরই তা আলোচনার কেন্দ্রে আসে ।

এরপরই বিরোধীদের অনেকেই প্রশ্ন তোলে, তাহলে কে মিথ্যা বলছেন, মোদি না অমিত শাহ ? কেন্দ্রের তরফে সরাসরি বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলা হচ্ছিল না । আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের লিখিত বিবৃতি দেন । যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রতিফলিত হল ।

দিল্লি, ৪ ফেব্রুয়ারি : দেশের একাধিক জায়গায় NRC, CAA-এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে । এর মাঝেই তা কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বললেও কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশজুড়ে NRC কার্যকর নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি । আর আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত জবাবে জানান, এখনও পর্যন্ত দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার ।

ডিসেম্বরেই আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । আর তারপর থেকেই CAA ও NRC-র বিরোধিতায় দেশের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ । পথে নেমেছে বিরোধীরা । একাধিক জায়গায় সভা, মিছিল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এর মাঝেই জোর গলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি রাজ্যেই NRC চালু হবে । ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তা নিয়ে সময়সীমাও বেঁধে দেন তিনি । বলেছিলেন ২০২৪-এর মধ্যেই দেশজুড়ে NRC কার্যকর হবে । কিন্তু, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেন, এনিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনাই হয়নি ।শুধু তাই নয়, তিনি এও বলেছিলেন ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে NRC চালু নিয়ে কোনও আলোচনাই হয়নি । সুপ্রিম কোর্টের নির্দেশে এটি অসমে চালু হওয়ার পরই তা আলোচনার কেন্দ্রে আসে ।

এরপরই বিরোধীদের অনেকেই প্রশ্ন তোলে, তাহলে কে মিথ্যা বলছেন, মোদি না অমিত শাহ ? কেন্দ্রের তরফে সরাসরি বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলা হচ্ছিল না । আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের লিখিত বিবৃতি দেন । যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রতিফলিত হল ।

Hamilton (New Zealand), Feb 04 (ANI): After massive win of 5-0 in recently-concluded T20I against New Zealand, team India is all set to lock horns again with Kiwis for ODI. 'Men in Blue' were seen practicing in New Zealand's Hamilton ahead of the match. The first ODI between the two teams will be played on February 05. According to BCCI, Vice-Captain Rohit Sharma is ruled out from ODI series as he sustained a left calf muscle strain during the fifth T20I against New Zealand at Tauranga. Mayank Agarwal has replaced Rohit Sharma in ODI squad.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.